ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
টস হেরে ফিল্ডিংয়ে রংপুর

বিপিএলের সিলেট পর্বে শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের। খুলনা টাইগার্সের কাছে হেরেছে ২৮ রানে।

 ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ দুর্দান্ত ঢাকা বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামছে তারা।

অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শুরুটা দারুণ করে ঢাকা। কিন্তু পরের ম্যাচেই হেরে বসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে। সিলেটে আজই প্রথম ম্যাচ খেলতে নামছে তারা। আগের ম্যাচের একাদশ থেকে পরিবর্তন এনেছে তিনটি। অন্যদিকে একই একাদশ নিয়ে খেলছে রংপুর।

ঢাকা একাদশ: নাঈম শেখ, দানুশকা গুনাথিলাকা, সায়েম আইয়ুব, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), অ্যালেক্স রস, ইরফান শুক্কুর, লাসিথ ক্রুসপুল, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

রংপুর একাদশ: রনি তালুকদার, বাবর আজম, ব্রেন্ডন কিং, নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ নবি, মাহাদী হাসান, আজমতউল্লাহ ওমরজাই, হাসান মাহমুদ, রিপন মণ্ডল।

 

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।