ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

মেয়ের অসুস্থতায় ‘দিশেহারা’ বাবা জিয়া ফিরেছেন বিপিএলে

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
মেয়ের অসুস্থতায় ‘দিশেহারা’ বাবা জিয়া ফিরেছেন বিপিএলে সংগৃহীত ছবি

পরিবারকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ব্যাংককে গিয়েছিলেন বেড়াতে। সেখানেই জ্বর আসে ৮ বছরের মেয়ে মাহিরা রহমান জোহার।

এরপর ফিরে আসেন। ৬ তারিখ খুলনায় বাড়ে মেয়ের অসুস্থতা। অস্থির বাবার শুরু হয় দুশ্চিন্তা।  

মেয়েকে নিয়ে পরদিনই চলে যান ঢাকায়। স্কয়ার হাসপাতালে কিছুদিন চিকিৎসা নেন। কিন্তু উন্নতি না হওয়ায় তার মন মানেনি। মেয়ে জোহাকে নিয়ে উড়াল দেন ব্যাংককে। দুশ্চিন্তায় ঘিরে থাকা সময় কাটিয়ে এখন মেয়ের অব্স্থা উন্নতির দিকে।  

তাকে নিয়ে দেশে ফিরেছেন। তিন মাসের জন্য ওষুধ দিয়েছেন ডাক্তার। আপাতত সেসব নিচ্ছেন। মেয়ে আছেন ঢাকায়। অস্থির পায়চারিতে কাটা সময় শেষে বাবা জিয়াউর রহমান এখন ফিরেছেন বিপিএলে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে অনুশীলনে মাঠে নেমেছেন তিনি।  

মেয়ের অবস্থার কথা জানিয়ে রোববার জিয়া বলছিলেন, ‘আমার বাচ্চা হুট করে অসুস্থ হয়ে পড়েছিল। খুব খারাপ অবস্থা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় ও ভালো আছে। এখন ওষুধ চলছে ওর। ডাক্তার তিন মাসের একটা কোর্স দিয়েছে। ওটাই চলছে। ’ 

বিপিএলের শুরুর দিকে মাঠে নামতে পারেননি জিয়া। তাকে ছাড়া খেলা চার ম্যাচের তিনটিতে জিতেছে চট্টগ্রাম। এ সময়ে দলের সঙ্গে থাকেননি। তবে ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে ঠিকই সমর্থন পেয়েছেন। এজন্য তিনি জানিয়েছেন ধন্যবাদও।

তিনি বলেন, ‘মানুষের বিপদে যদি মানুষ না থাকে, তাহলে কিন্তু মানুষ বলা যাবে না। এটা কিন্তু স্বাভাবিক নিয়ম, আপনি বিপদে পড়েছেন আমি পাশে থাকবো। আসলে অনেক সময় (এমনটা) হয় না। কিন্তু আমার দল আমাকে মানসিকভাবে খুব সমর্থন দিয়েছে। ’

‘সবসময় আমার পাশে ছিল, আমার সঙ্গে যোগাযোগ করেছে; খোঁজ নিয়েছে। একজন সন্তানের বাবা হিসেবে আমি খুশি। তারা আমাকে কোনো চাপ দেয়নি। তারা বলেছে আপনি থাকেন, কোনো টেনশন নিয়েন না। আপনার কোনো সাহায্য লাগলে আমরা আছি। ’

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪ 
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।