ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

মাহমুদউল্লাহ-মুশফিককে শিরোপা উৎসর্গ তামিমের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
মাহমুদউল্লাহ-মুশফিককে শিরোপা উৎসর্গ তামিমের

ক্রিকেটে তারা দীর্ঘদিনের সতীর্থ। ঘরোয়া ক্রিকেটে একই দলের হয়ে খেলার অভিজ্ঞতাও আছে।

কিন্তু দুজনের আক্ষেপ ছিল বিপিএলে শিরোপা না জেতার। তবে ফরচুন বরিশালের চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে সেই আক্ষেপও ঘুচে গেল। তাই তো শিরোপাটি মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে উৎসর্গ করলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

বিপিএলের ফাইনালে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে বরিশাল। ট্রফি হাতে নেওয়ার সময় তামিম বলেন, 'আমি মুশফিক ও মাহমুদউল্লাহকে ডাকতে চাই। আমি এই ট্রফি উৎসর্গ করতে চাই তাদের। মাঠে মুশি দারুণ কাজ করেছে। ফিল্ডিংয়ে পরিবর্তনগুলো তারই করা এবং এটি মুশির ট্রফি। অধিনায়ক হওয়ায় কৃতিত্ব পাচ্ছি আমি। এমন টুর্নামেন্টে প্রচুর চাপ থাকে। মুশি আমার ওপর থেকে অনেক চাপ সরিয়ে দিয়েছে, যাতে করে আমি ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারি। মুশি, রিয়াদ ও বাকিদের সমর্থন ছাড়া এটা সম্ভব হত না। এমনও সময় ছিল যখন আমরা টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাচ্ছিলাম। কিন্তু প্লে-অফে জায়গা করে নিই এবং এটা সেই জায়গা যেখানে অভিজ্ঞতার কাজে লাগে। '

প্রথম শিরোপা জয়ে উচ্ছ্বসিত মুশফিক বলেন, 'এটা আমার তৃতীয় ফাইনাল এবং প্রথমবার জিতেছি। আমাদের ভালোভাবে নেতৃত্ব দেওয়ার জন্য তামিমকে ধন্যবাদ। টিম ম্যানেজমেন্ট ও সাপোর্টিং স্টাফদের কৃতিত্ব দিতে হবে অনেক। তারা সত্যিই কঠোর পরিশ্রম করেছে। '

মাহমুদউল্লাহ বলেন, 'সত্যিই ভালো লাগছে। প্রথমত আমাদের এখানে ডাকায় তামিমকে ধন্যবাদ। আমি যেখানেই খেলি, সেখানেই চেষ্টা করেছি নিজের সেরা ক্রিকেট খেলার। '

বাংলাদেশ সময়ঃ ২২৫৬ ঘণ্টা, মার্চ ১, ২০২৪

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।