ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

শরিফুলের পর পাওয়ার প্লেতে তাসকিনের আঘাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
শরিফুলের পর পাওয়ার প্লেতে তাসকিনের আঘাত

ইনিংসের প্রথম বলেই হজম করলেন চার। কিন্তু পরের বলে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন শরিফুল ইসলাম।

অফ স্টাম্পের কিছুটা বাইরের বলে বোকা বানান আভিশকা ফার্নান্দোকে। বাংলাদেশও পায় উইকেটের দেখা। এরপর আঘাত হানেন তাসকিন আহমেদও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার প্লে'র ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৫ রান করেছে শ্রীলঙ্কা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে  টস জিতে আগে তাদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

ইনিংসের দ্বিতীয় বলে শরিফুলের শিকার হয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন আভিশকা। ২ বলে ৪ রান করেই ফেরেন তিনি। তার পরিবর্তে আসা কামিন্দু মেন্ডিস অবশ্য কিছুটা ঝলক দেখান। কিন্তু তাকে থিতু হতে দেননি তাসকিন। পঞ্চম ওভারে ডানহাতি এই পেসারের বলে মিড উইকেটে থাকা সৌম্যর হাতে ক্যাচ দেন কামিন্দু। ১৪ বলে ১ চার ও ২ ছক্কায় ১৯ রানে ফিরতে হয় তাকে।

পাওয়ার প্লে শেষে কুশল মেন্ডিস ১৩ ও সাদিরা সামারাবিক্রমা ৭ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
এএইচএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।