ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

লিটনের ডাক, ১২ রানে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
লিটনের ডাক, ১২ রানে ফিরলেন সৌম্য

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। তৃতীয় বলেই ম্যাথিউসের শিকার হয়ে বিদায় নেন লিটন দাস।

আরেক ওপেনার সৌম্য সরকারও টিকতে পারেননি বেশিক্ষণ। চতুর্থ ওভারে উইকেট হারান তিনি।  

অ্যাঞ্জেলো ম্যাথিউসের অফ স্টাম্পের অনেক বাইরের বল অফ সাইডে গিয়ে খেলার চেষ্টা করেন লিটন। কিন্তু বল ব্যাটের বাইরের কানায় লেগে কুশল মেন্ডিসের গ্লাভসে ধরা পড়ে। লিটনকে ফিরতে হয় শূন্য রানেই। চতুর্থ ওভারের প্রথম বলে বিনুরা ফার্নান্দোর বল উড়িয়ে মারতে গিয়ে আসালাঙ্কার শিকার হন সৌম্য। ১১ বলে ১২ রান করে বাংলাদেশি ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩.১ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২১ রান।  

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান করেছে সফরকারীরা।  

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।