ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নির্ধারিত দিনে শুরু হচ্ছে না ঢাকা প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
নির্ধারিত দিনে শুরু হচ্ছে না ঢাকা প্রিমিয়ার লিগ

ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল, বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) এবার নির্ধারিত দিনে মাঠে গড়াবে না। হয়েছেও সেটিই।

দুই দিন পিছিয়ে গেছে ঘরোয়া এই লিগ।

গত মাসে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সর্বশেষে বৈঠকের পর জানানো হয়, আগামী ৯ মার্চ শুরু এবারের ডিপিএল। গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি দলবদলের আনুষ্ঠানিকতাও শেষ হয়। তবে দুদিন পিছিয়ে ১১ মার্চ শুরু হবে লিস্ট 'এ' ক্রিকেটের এই প্রতিযোগিতা।

সিসিডিএমের একজন শীর্ষ কর্মকর্তা আসর পেছানোর বিষয়টি স্বীকার করলেও নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করতে পারেননি।  

এবারের ঢাকা লিগে ১২ দলের মোট ১৩৪ ক্রিকেটার দলবদল করেছে। এক নজরে তাদের তালিকা-

মোহামেডান স্পোর্টিং ক্লাব
প্রান্তিক নওরোজ নাবিল, আবু হায়দার রনি, আসিফ হাসান মিতুল, নাইম হাসান, মোস্তাকিম হোসেন হাসিব, শহিদুল ইসলাম, নাসুম আহমেদ।

আবাহনী লিমিটেড
তাওহীদ হৃদয়, সাব্বির হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
সানজামুল ইসলাম, এনামুল হক, সাব্বির রহমান, সৌম্য সরকার, আশিকুর জামান, নাইম ইসলাম, নাজমুল ইসলাম অপু, পারভেজ হোসেন ইমন, হাসান মাহমুদ।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব
সাকিব আল হাসান, ইয়াসির আরাফাত, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, টিপু সুলতান, রিপন মন্ডল।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব
আকবর আলি, তানজিদ হাসান তামিম, আবদুল্লাহ আল তৌফিক, মার্শাল আইয়ুব, মোহাম্মদ ইলিয়াস, রবিউল হক, মুকিদুল মুগ্ধ, ইরফান শুক্কুর, শাহরিয়ার সাকিব, এনামুল হক, জাওয়াদ মোহাম্মদ রুয়েন, এসএম মেহেরব, আরাফাত সানি।

গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি
মেহরাব হোসেন জোশি, ইফতিখার সাজ্জাদ রনি, সাইদ সরকার, ইফতেখার হোসেন ইফতি, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, তৌফিক আহমেদ, আরিদুল ইসলাম আকাশ।

গাজী গ্রুপ ক্রিকেটার্স
ফয়সাল আহমেদ রায়হান, মাসুম খান টুটুল, মোহাম্মদ আল-আমিন, পিনাক ঘোষ, রোয়েল মিয়া, প্রিতম কুমার, আরিফুল ইসলাম ইমন, সাব্বির হোসেন, মইন খান।

সিটি ক্লাব
সাদিকুর রহমান, কাফিল উদ্দিন, আসাদউল্লাহ হিল গালিব, সাজ্জাদুল হক রিপন, আশিক উল আলম নাইম, রনি চৌধুরী, মোহাম্মদ হাসানুজ্জামান, মইনুল ইসলাম সোহাইল, সনজিত সাহা, মাহফুজুর রহমান টিটু, সোহেল রানা, মেহেদী হাসান।

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব
শামসুর রহমান, ফরহাদ হোসেন, আরাফাত সানি মৃধা, মাহফুজুল ইসলাম, রোহনাত বর্ষণ, নাবিল সামাদ, মানিক খান, কাজী অনিক, আইচ মোল্লা, আসাদউল্লাহ আল গালিব, আশফাক আহমেদ রোহান, শফিউল হায়াত, আরিফুল ইসলাম জনি, আবু হাসেম, আবদুল্লাহ আল মামুন, জসিম উদ্দিন, সোহাগ গাজী।

পারটেক্স স্পোর্টিং ক্লাব
আজমির আহমেদ, মুনিম শাহরিয়ার, মিজানুর রহমান, মুক্তার আলি, আকসার আহমেদ, শামসুল ইসলাম, তানভীর হায়দার, রাকিবুল আতিক, আসাদুজ্জামান পায়েল, মাইশুকুর রহমান, একেএস স্বাধীন, আহরার আমিন, সৈয়দ অনিম আশরাফুল, অভিষেক মিত্র, জাহিদুজ্জামান খান, মোহর শেখ, আব্দুল গাফফার রনি, রজিবুল ইসলাম, সাকলাইন সজিব।

ব্রাদার্স ইউনিয়ন
অমিত মজুমদার, মনির হোসেন, মাহমুদুল হাসান, শাকিল হোসেন, সালাউদ্দিন শাকিল, জুবাইয়র হোসেন, মেরাজ মাহবুব, আবদুল মজিদ, জাকিরুল আহমেদ, আসিফ আহমেদ রাতুল, আব্বাস মুসা আলভি, দেলোয়ার হোসেন, ইমতিয়াজ হোসেন, আবু জায়েদ রাহি, মোহাম্মদ রহমতুল্লাহ, আলি মোহাম্মদ, নাইম ইসলাম।

লিজেন্ডস অব রূপগঞ্জ
শামীম হোসেন, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম, নিহাদুজ্জামান, আলিস আল ইসলাম, ইমরানুজ্জামান, সাদমান ইসলাম, আলাউদ্দিন আহমেদ, মেহেদী হাসান, শুভাগত হোম, সুমন খান, মুমিনুল হক, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, তৌফিক খান।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।