ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাইন্ডসেট ও শট সিলেকশন ছিল জঘন্য, বিচ্ছিরি দেখতে: পাপন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
মাইন্ডসেট ও শট সিলেকশন ছিল জঘন্য, বিচ্ছিরি দেখতে: পাপন

অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন নাজমুল হোসেন শান্ত। লিটন দাস আউট হয়েছেন প্রথম বলেই ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে দুজন আউট হয়েছেন এভাবে।  

হেরে যাওয়া ম্যাচটিতে বাংলাদেশের ব্যাটাররা লড়তে পারেননি কোনো ইনিংসে। ক্রিকেটারদের মানসিকতা, শট সিলেকশন নিয়ে এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচ হারা নিয়ে যদিও তার খুব বেশি সমস্যা নেই।  

মিরপুরে বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেন, ‘সমস্যা হচ্ছে এখানে হারাটা নিয়ে না, সমস্যা হচ্ছে যেভাবে তারা যেভাবে হেরেছে, যেভাবে খেলেছে। তাদের যে মাইন্ডসেট, অ্যাটিচিউট, শট সিলেকশন এটা জঘন্য; বিচ্ছিরি ছিল দেখতে। মনে হয়েছে হয়তো তারা খেলতে চায় না এই ফরম্যাটটা। অথবা অন্য কোনো সমস্যা। তো এটা নিয়ে আমরা হার্ট (কষ্ট পেয়েছি)। হারা জেতা নিয়ে একেবারেই চিন্তিত না। এ ধরনের শট সিলেকশন, এ ধরনের মাইন্ডসেট এটা টেস্টে যায় না। ’

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশ খেলতে নেমেছিল খুব বেশি অভিজ্ঞতা ছাড়াই। টেস্ট শুরুর আগে ইনজুরিতে ছিটকে যান মুশফিকুর রহিম। সাকিব আল হাসানও ছিলেন না আগে থেকেই। হেরে যাওয়ার কারণ হিসেবে এটাকেও দেখছেন পাপন। বলছেন উইকেটের কথাও।

তিনি বলেন, ‘সবার কাছে যেমন লেগেছে, আমার কাছেও তেমন লেগেছে (হেরে যাওয়া)। এটা ভালো লাগার কোনো কারণ নেই অবশ্যই। আসলে এখানে কয়েকটা ব্যাপার আছে। এটা আমার মতামতটা বলতে পারি- প্রথম কথা হচ্ছে এখানে একটা জিনিস মনে রাখতে হবে হারা জেতা আমি অত কনসার্ন না। ’

‘আপনারা অন্যান্য দেশের অবস্থা যখন দেখবেন। ওখানে যদি হঠাৎ করে তাদের অভিজ্ঞ খেলোয়াড়রা চলে যায়, নতুন একটা দল আসে। তারা চার-পাঁচ বছর স্ট্রাগল করে। সেদিক থেকে আমি বলবো এখন পর্যন্ত আমাদের দল এত খারাপ অবস্থা হয়নি। সেদিক দিয়ে একটা মোটামুটি ভালো আছে। ’ 

‘একটা হচ্ছে তামিম-সাকিব-মুশফিক-রিয়াদের মতো প্লেয়াররা নাই। ওরা প্রথম এরকম একটা খেলা খেলতে যাচ্ছে যেখানে কেউ নাই। দ্বিতীয়ত আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, উইকেটটা। টোটালি আমরা অন্য ধরনের উইকেটে এখন খেলা খেলাচ্ছি। এটাতে করে আমরা যারা নাকি খেলছে, তাদের জন্যও তো নতুন অভিজ্ঞতা। ’

উইকেট নিয়ে পাপন বলেন, ‘একেবারে জিনিসটা কে বাদ দেওয়া যাবে না। এটাও আমাদের একটা পরের ধাপে যাওয়ার জন্য যা যা করা দরকার আমরা সেই পদ্ধতিতে করছি। এদিক থেকে আমি বলবো হারা জেতাটা গুরুত্বপূর্ণ না। কী হয়েছে সেটা নিয়ে আমি একেবারেই চিন্তিত না। এটা যে একদম অপ্রত্যাশিত ছিল তাও না (টেস্ট হারা)। ’ 
 
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছিল লিটন দাসকে। টেস্টে ফিরেও খুব ভালো কিছু করতে পারেননি। তার দ্বিতীয় ইনিংসে আউট হওয়া নিয়ে বেশ সমালোচনাও হচ্ছে। লিটনের আরও কিছুদিন বিশ্রাম প্রয়োজন ছিল বলে মনে করেন বিসিবি সভাপতি।

পাপন বলেন, ‘টেস্ট ম্যাচটাতেও না খেলালেই ভালো হতো আমাকে যদি জিজ্ঞেস করেন। কিন্তু তখন আপনারা সবাই বলতেন টেস্টে আপনার এমন রেকর্ড, এই-সেই। ওরে কেন বাদ দিলো। খামাাখা একটা হুলস্থূল মানুষ করতো। কিন্তু ওকে এই জায়গাটায় আরও কিছুদিন বিরতি দিলে ও ভালোভাবেই কামব্যাক করতে পারতো। ’

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।