ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রাম টেস্টে নেই রাজিথা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
চট্টগ্রাম টেস্টে নেই রাজিথা

সিলেট টেস্টে দুর্দান্ত খেলা কসুন রাজিথা চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা। পিঠের চোট ছিটকে দিয়েছে এই পেসারকে।

 

সিলেটে শ্রীলঙ্কার প্রথম টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কসুন রাজিথা। ৩২৮ রানের বড় জয়ে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে তিন শিকারের পর দ্বিতীয় ইনিংসে ঝুলিতে ভরেছিলেন পাঁচ উইকেট।  

রাজিথার জায়গায় শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী ডান হাতি পেসার আসিথা ফার্নান্দো। সর্বশেষ এই পেসার টেস্ট খেলেছেন গত ফেব্রুয়ারিতে কলম্বোয় আফগানিস্তানের বিপক্ষে। ১৩ টেস্টের ক্যারিয়ারে ২৬.৮৫ গড়ে ৪১ উইকেট নিয়েছেন আসিথা।  

বাংলাদেশের বিপক্ষেও আসিথার রেকর্ড দুর্দান্ত। বাংলাদেশের বিপক্ষে এর আগে দুটি টেস্ট খেলে ১৬.৬১ গড়ে ১৩ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার এই পেসার।
 
আগামী ৩০ মার্চ চট্রগ্রামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট। সিরিজ হার এড়াতে এই ম্যাচ জিততেই হবে নাজমুল হোসেন শান্তর দলকে। অন্যদিকে চট্রগ্রাম টেস্টে ড্র করলেও সিরিজ জয়ের উৎসব করবে শ্রীলঙ্কা।  

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।