ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বাংলাদেশের কাছে সাকিবকে পাওয়া ‘সৌভাগ্যের’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
বাংলাদেশের কাছে সাকিবকে পাওয়া ‘সৌভাগ্যের’

সকাল থেকেই চট্টগ্রামের আকাশ মেঘলা। এজন্য বাংলাদেশ দলের অনুশীলনও শুরু হলো দেরিতে।

মাঠের একপ্রান্তে ফুটবল খেলছিলেন সবাই। নাজমুল হোসেন শান্ত উইকেট দেখতে ডেকে নিয়ে এলেন সাকিব আল হাসানকে। আগের দিনের অনুশীলনেও ছিল একই রকম দৃশ্য।  

প্রায় এক বছরের লম্বা বিরতি দিয়ে টেস্ট খেলতে নামছেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বড় হারের পর তার অন্তর্ভুক্তি চাঙা করেছে দলকে। বাংলাদেশের ভারপ্রাপ্ত হেড কোচ নিক পোথাস বলছেন, সাকিবকে পেয়ে খুব খুশি তারা।  

শুক্রবার চট্টগ্রামে তিনি বলেন, ‘সাকিবকে স্কোয়াডে পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। তাকে ড্রেসিংরুমে ফিরে পেয়ে খুবই ভালো লাগছে। তার অভিজ্ঞতা বেশ গুরুত্বপূর্ণ। দলকে নিংড়ে দেয়, ছেলেরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। তাই তাকে ফিরে পেয়ে আমরা খুবই খুশি। ’

শুধু শান্তই নন, সাকিবের লম্বা সময় কথা হয়েছে পোথাসের সঙ্গেও। এদিন অবশ্য ব্যাটিং-বোলিং করেননি তিনি, কাজ করেছেন নিজের ফিটনেস নিয়ে। গত কয়েক মাসে নানা ইনজুরি নিয়ে ভোগা সাকিবকে ফিট হিসেবেই দেখেছেন ভারপ্রাপ্ত হেড কোচ।  

সংবাদ সম্মেলনে পোথাস বলছিলেন, ‘সাকিবকে দেখে মনে হচ্ছে ওজন কমিয়েছে। বিপিএলে ভালো খেলেছে, ডিপিএলে দারুণ শুরু করেছে। সে হাসিখুশি আছে এবং এমন সাকিবকেই আপনি দেখতে চাইবেন। ’ 

‘সাকিব দলকে শান্ত করে। সে একজন ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার। এত বছর ধরে সে একজন প্রফেশনাল ক্রিকেটার। সে জানে সে কী করেছে এবং কী করেনি। সে কন্ডিশনে মানিয়ে নেবে। এ কারণেই সে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার। ’

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।