ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে চোখ রাঙানি দিচ্ছে বৃষ্টি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
ফাইনালে চোখ রাঙানি দিচ্ছে বৃষ্টি

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা। তবে ফাইনাল পণ্ড করতে চোখ রাঙানি দিচ্ছে বৃষ্টি।

ফাইনালের ভেন্যু বার্বাডোসের কিংসটন ওভাল স্টেডিয়ামের আকাশে আজ বৃষ্টির সম্ভাবনা ৭০ ভাগ, আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই বলা হচ্ছে। শুধু তা-ই নয়, আটলান্টিক হারিকেন মৌসুমের প্রথম হারিকেন ঝড় আঘাত হানতে পারে আজ।

আজ খেলা পুরোপুরি মাঠে না গড়ালেও রিজার্ভ ডে রাখা হয়েছে। তবে পরদিনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শিরোপা নির্ধারণের জন্য অন্তত ১০ ওভারের লড়াই অনুষ্ঠিত হতে হবে। তা না হলে আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী শিরোপা ভাগাভাগি করবে দুই দল।  

গায়ানায় সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচেও আঘাত হেনেছিল বৃষ্টি। তবে কার্টেল ওভার টাইম বাড়ানো থাকায় কোনো ওভার হারাতে হয়নি। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। আরেক সেমিফাইনালে আফগানিস্তানকে ৯  উইকেট হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে নাম লিখিয়েছে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।