ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবকে নিয়ে গুঞ্জনের জবাব দিলেন শিশির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
সাকিবকে নিয়ে গুঞ্জনের জবাব দিলেন শিশির

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সাকিব আল হাসানের ভুমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। দেশের এই জনপ্রিয় ক্রিকেটারের নিরব থাকার পাশাপাশি পাল্টা মন্তব্য ঘিরে সমালোচনা হয়েছিল।

গত ৫ আগষ্ট সরকারের পতনের পর এবার ফের সমালোচনায় সাকিব।  

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে সাকিবের। যেখানে দেখা যায় সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কন্যা ও বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের সঙ্গে কোনো এক রেস্টুরেন্টে আলাপ করছেন তিনি। এই ভিডিও চিত্র ভাইরাল হওয়ার পাশাপাশি গুঞ্জন উঠে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের। তবে সেগুলো উড়িয়ে দিলেন শিশির নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টে শিশির জনান, সাকিব একজন আদর্শ বাবা এবং স্বামী। জানিয়েছেন তাদের সম্পর্কের বর্তমান অবস্থানের কথাও। শিশির বলেন, ‘আপনাদের হয়তো তার (সাকিব আল হাসান) ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তা আমি অস্বীকার করব না। প্রত্যেকেরই বাক-স্বাধীনতা আছে। কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না। সে একজন আদর্শ স্বামী এবং বাবা। সে সবসময়ই আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে। সে এমন মানুষ, যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। ’ 

নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে শিশিরের মন্তব্য, ‘আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সবসময়ই জানি আর বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি। ১৩ বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলে, সে এখনও সেই একই মানুষ আছে। জীবনসঙ্গী হিসেবে সে ১০০ তে ১০০ পাওয়ার মতোই। আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি পরিবার আছে। ’ 

এরপরেই শিশির অনুরোধ জানিয়েছেন অনলাইনে গুঞ্জন না ছড়াতে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি বা ভিডিও পুরো ঘটনা বর্ণনা করে না। শিশিরের বক্তব্য, ‘যারাই এমন করছেন, তাদের প্রতি আমি বলতে চাই এসব করে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। ’ 

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ পছন্দ না উল্লেখ করে লিখেছেন, ‘আমি চুপ থাকতে চাই কারণ সত্যটা আমার ভেতরেই আছে। কিন্তু কিছু অপ্রয়োজনীয় ফোনকল এবং মেসেজের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি। তার এখন পাকিস্তান সিরিজে নজর দেয়ার সময় আর আমি আমার পরিবারের দিকে নজর দেবো। আমরা সবসময়ই টিম হয়ে ছিলাম, আর তেমনই থাকব ইন শা আল্লাহ। ’

সবগুলো ছবি মুছে দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শিশিরের ভাষ্য, ‘আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলেট করিনি। কেবল তা প্রাউভেট করে রেখেছি। আর ছবি বা পোস্ট কখনো কোনো সম্পর্ককে বিচার করতে পারে না। ’

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।