ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাকের-সাইফের সেঞ্চুরি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
জাকের-সাইফের সেঞ্চুরি

প্রথম দুই দিনের খেলা বৃষ্টিতে ভেসে গেলেও তৃতীয় দিনে এসে মাঠে গড়াল বল। যেখানে দিনটা পুরোপুরি নিজের করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৪৬ রান করেছে তারা সেঞ্চুরি করেছেন সাইফ হাসান ও জাকের আলী।

যদিও শুরুটা ভালো হয়নি সফরকারীদের। দলীয় ১৯ রানের মধ্যে আউট হন দুই ওপেনার এনামুল হক (৭) ও নাঈম শেখ (৯)। শাহাদাত হোসেন দিপুও (২৩) সুবিধা করতে পারেননি।

এরপর তাওহিদ হৃদয় ফেরেন শূন্য রানে। ৭৭ রানে ৪ উইকেট হারানোর পর সাইফ-জাকের জুটিতে আসে ১৩১ রান।  সেঞ্চুরির পর সাইফ অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি।  ১৩ চার ও ৪ ছয়ে ১৬৫ বলে ১১১ রান করে আউট হন তিনি। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে মাহিদুল ইসলামের সঙ্গে ১৩১ রানের জুটি গড়েন জাকের।

মাহিদুল ৩৯ রানে ফিরলে ভাঙে এই জুটি। তবে জাকের আলী অপরাজিত আছেন ১৩৬ রানে। ২৪৪ বলের ইনিংসে ১৪ চার ও ৪ ছয় মেরেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। পাকিস্তানের হয়ে গোলাম মুদাসসর ও মেহরান মমতাজ দুটি করে উইকেট নেন। একটি উইকেট নেন লেগ স্পিনার আবরার আহমেদ।

 

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪

এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।