ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব

ভারতের বিপক্ষে সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। তবুও এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান।

যদিও ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে তার খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।

সাকিবের দলের সঙ্গে না থাকার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। এরপর সাকিব দলের সঙ্গে দেশে ফেরেননি।  

সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে তিনি চলে যান ইংল্যান্ডে। এরপর তার দলের সঙ্গে দেওয়ার কথা ভারতে। কিন্তু এখনো যুক্ত হননি তিনি। কবে দেবেন?

এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। তবে পরশু যেহেতু ম্যাচ, কালই সাকিবের যোগ দেওয়ার কথা দলের সঙ্গে। তিনি না থাকলেও দলের অনুশীলন চলছে পুরোদমেই। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে।  

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪ 
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।