ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সালমা-রুমানাকে আনুষ্ঠানিক বিদায়ের প্রস্তাব দিয়েছে বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
সালমা-রুমানাকে আনুষ্ঠানিক বিদায়ের প্রস্তাব দিয়েছে বিসিবি

বাংলাদেশের নারী ক্রিকেটের শুরু থেকেই ছিলেন সালমা খাতুন ও রুমানা আক্তার। সবমিলিয়েই দেশের ক্রিকেটের অন্যতম বড় সাফল্য এসেছিল তাদের হাত ধরে।

২০১৮ সালে সালমার নেতৃত্বে এশিয়া কাপ জেতে বাংলাদেশ।  

কিন্তু এখন সময় বদলে গেছে। গত বছরের জুলাইয়ে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সালমা। রুমানাও দলে নিয়মিত নন। এ অবস্থায় দেশের নারী ক্রিকেটের এই পরিচিত দুই মুখের ভবিষ্যৎ কী? এমন প্রশ্ন ছিল নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনের কাছে।  

মঙ্গলবার মিরপুরে তিনি বলেন, ‘সালমা-রুমানার ব্যাপারটা হলো, বোর্ডের তরফ থেকে ব্যক্তিগতভাবে আমরা কথা বলেছি। ওরা যদি শেষ খেলাটা খেলতে চায়, ওদের স্বাগত জানাবো। একটা ম্যাচ খেলিয়ে ওদের আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে পারবো। ’

‘এর সঙ্গে এটাও বলেছি, বোর্ডের কোনো জায়গায় ওরা চেষ্টা করতে পারে কোচিং বা আম্পায়ারিংয়ে। ওরা এভাবে চিন্তা করছে। সম্ভবত এই বছর খেলবে, তারপর আমার মনে হয় না। ’ 

জাতীয় দলের পরিকল্পনায় তারা আছেন কি না প্রশ্নের উত্তরে শিপন বলেন, ‘সালমা আপাতত নেই। এক বছর হয়ে গেছে দলে নাই। ’

প্রায় এক বছর দলের বাইরে থাকার পর সবশেষ এশিয়া কাপে জায়গা পেয়েছিলেন রুমানা। কিন্তু নিজের পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করতে পারেননি তিনি। এজন্য জায়গা হয়নি আসন্ন নারী বিশ্বকাপেও। তার জায়গায় নেওয়া হয়েছে নতুন মুখ তাজ নিহারকে। কারণ কী?

উত্তরে শিপন বলেন, ‘রুমানাকে আমরা এশিয়া কাপে নিয়েছিলাম মিডল অর্ডার হিসেবে। কিন্তু সে ভালো ব্যাটিং করেনি। আর এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে তার যে ব্যাটিং, আসলে টি-টোয়েন্টির সঙ্গে আপাতত যাচ্ছে না। এ জায়গায় আমরা ভিন্নভাবে চিন্তা করেছি। ওর জায়গায় নতুন খেলোয়াড় এসেছে তাজ নিহার, সে ভালো স্ট্রাইকার হিসেবে মিডল অর্ডারে সাপোর্ট দিতে পারবে। ’

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।