ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে পুরোদমে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। কিন্তু দলের সঙ্গে এতদিন ছিলেন না সাকিব আল হাসান।

 

অবশেষে গতকাল রাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার। আজ অনুশীলন করে আগামীকাল প্রথম টেস্টে মাঠে নামবেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। এরপর সাকিব দলের সঙ্গে দেশে ফেরেননি। সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে তিনি চলে যান ইংল্যান্ডে। সেখানে সারের হয়ে একটি ম্যাচ খেলার পর বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি তা করেননি।  

দলের সঙ্গে শুরু থেকেই না থাকলেও সাকিবের খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা ছিল না। অবশেষে সারের সঙ্গে ম্যাচ খেলে আজ ভারতে দলের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।