ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কানপুর টেস্টে অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা ভারতের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
কানপুর টেস্টে অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা ভারতের

চেন্নাই টেস্টে জয়ের পরপরই কানপুর টেস্টের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে কোনো পরিবর্তন না এনে একই স্কোয়াড রেখেছে তারা।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

এই টেস্টের একাদশে অবশ্য পরিবর্তনের গুঞ্জন রয়েছে। নিউজিল্যান্ড সিরিজ ও অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে বিশ্রাম দেওয়া হতে পারে জাসপ্রিত বুমরাহকে। ডানহাতি এই পেসারের মতো ডাগআউটে দেখা যেতে পারে আরও কয়েকজনকে।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত। তাও ম্যাচের একদিন বাকি থাকতেই।  

দ্বিতীয় টেস্টের জন্য ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ, যশ দায়াল।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এএইচএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।