ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে ম্যাচ জেতাই প্রথম লক্ষ্য জ্যোতিদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
বিশ্বকাপে ম্যাচ জেতাই প্রথম লক্ষ্য জ্যোতিদের

গত কয়েকদিন ধরেই চলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অনুশীলন। তারা প্রস্তুতি নিচ্ছেন ফ্লাডলাইটের আলোতেও।

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তৈরি হচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা।  

এবারের বিশ্বকাপ হওয়ার কথা ছিল ঘরের মাঠে। এখন খেলতে হবে সংযুক্ত আরব আমিরাতে। এই টুর্নামেন্টে কী লক্ষ্য নিয়ে খেলবে বাংলাদেশ? এমন প্রশ্ন ছিল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কাছে। ২০১৪ ছাড়া কখনো নারী বিশ্বকাপে ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।  

ওই আক্ষেপ ঘুচানোর মিশনের কথা জানিয়ে জ্যোতি বলেছেন, ‘প্রথমত ম্যাচ জিততে চেষ্টা করব। ২০১৪ ছাড়া একটা বিশ্বকাপেও আমরা একটি ম্যাচও জিততে পারিনি। ভালো ক্রিকেট খেলেছি। তবে ভালো ক্রিকেট খেলার কোনও মানে নাই, যদি আপনি ম্যাচ জিততে না পারেন। প্রথমত চাই ম্যাচ জিততে। দ্বিতীয়ত যখন আমরা ফ্লো পাব, আমার কাছে মনে হয় আমাদের যে দল... অবশ্যই.. সেমিফাইনাল কে না খেলতে চায়। ’

‘আমাদের লক্ষ্য থাকবে সেভাবেই। আমরা জানি যে আমাদের ক্রিকেটটা যদি এক ধাপ এগিয়ে নিতে চাই, তাহলে বিশ্বকাপের চেয়ে বড় মঞ্চ আর হতে পারে না। ওখানে ভালো পারফরম্যান্স করলে শুধু আমরা না, যারা বাংলাদেশে ক্রিকেট খেলে, বাকি যে মেয়েরা... যারা বাংলাদেশের জার্সি গায়ে খেলতে চায় তাদের জন্য আমরা ভালো কিছু করতে চাই। ’

৩ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচেই হবে নিগার সুলতানা জ্যোতির শততম টি-টোয়েন্টি ম্যাচ। স্মরণীয় করে রাখার কথা বলছেন তিনি।  

জ্যোতি বলেন, ‘প্রথম ম্যাচ স্পেশাল... তো প্রথম ম্যাচ জিততে চাই। আমার জন্য এটা সব থেকে স্পেশাল। আমার জন্য এবং আমার দলের জন্য এটা অনেক বড় একটা অর্জন হবে। অবশ্যই.. একজন প্লেয়ার হিসেবে একশ তম ম্যাচ, আমি এখনও জানি না খেলতে পারব কিনা। যদি আল্লাহপাক সুস্থ রাখেন তাহলে তো অবশ্যই খেলব। যদি খেলি, প্রথম লক্ষ্য এটাই থাকবে যেন জিততে পারি। ’

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।