ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দেশের মাটিতে খেলতে পারবেন সাকিব, বলছেন নাফীস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
দেশের মাটিতে খেলতে পারবেন সাকিব, বলছেন নাফীস

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর প্রশ্ন উঠেছে, সাকিব আল হাসান কি দেশে ফিরবেন? ফিরলেও দেশের মাটিতে তিনি খেলতে পারবেন কি না? কারণ, একে তো তিনি ছিলেন ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের একজন সংসদ সদস্য; তার ওপর আবার তিনি হত্যা মামলার আসামি।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংসদ বিলুপ্ত হয়েছে।

ফলে সাকিব এখন সাবেক সংসদ সদস্য। এরইমধ্যে সরকার পতনের পর দেশের বাইরে বাংলাদেশের দলের সঙ্গে পাকিস্তান সফরে গিয়েছিলেন তিনি। সেখানে দুই টেস্টের সিরিজ খেলে এখন ভারতের মাটিতে খেলছেন তিনি। এই সিরিজ শেষে তিনি দেশে ফিরবেন কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ হত্যা মামলার কারণে দেশে ফিরলে এই দেশসেরা অলরাউন্ডারের গ্রেপ্তার হওয়ার শঙ্কা থাকছে।  

গ্রেপ্তারের শঙ্কা মাথায় নিয়ে সাকিব কি দেশে ফিরবেন? বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফীস মনে করেন, সাকিবের বাংলাদেশে আসতে কিংবা খেলতে কোনো সমস্যা হবে না। গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে নাফীস বলেন, ‘সাকিবের ব্যাপারে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন। বাংলাদেশ সরকার থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, যে মামলাগুলো হয়েছে, সেগুলোতে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না। ’

ভারত সফর শেষ করে বাংলাদেশ দল নিজেদের ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা নিয়ে নাফীস জানান, সাকিবের যদি চোট বা নির্বাচনজনিত কোনো সমস্যা না থাকে, তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে পারবেন। তিনি বলেন, ‘সাকিবের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের অবস্থান খুব স্পষ্ট। চোটের সমস্যা এবং নির্বাচনজনিত কোনো ইস্যু না থাকলে, এখন পর্যন্ত সাকিবের ঘরের মাঠে সিরিজ না খেলার কোনো কারণ আমি দেখি না। ’

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।