ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি, প্রদর্শন করা হবে সমুদ্র সৈকত ও শপিংমলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
বাংলাদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি, প্রদর্শন করা হবে সমুদ্র সৈকত ও শপিংমলে

চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ সফরে আসার সূচি নির্ধারণ করা হয়েছিল আগেই। এবার সেটি এসে পৌঁছাল।

আজ দুপুর দেড়টার দিকে ঢাকায় আসে ট্রফিটি। কক্সবাজার সহ ট্রফিটি প্রদর্শন করা হবে ঢাকার শপিংমলেও।  

আজ প্রথমদিনে অবশ্য ট্রফি নিয়ে নেই কোনো ব্যস্ততা। আগামীকাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক কার্যক্রম। শুরুতে সকালে ট্রফিটি নিয়ে যাওয়া হবে  যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে। বিকেলে ট্রফিটি নিয়ে যাওয়া হবে কক্সবাজারে।  

বুধবার থেকে জনসমক্ষে আসবে ট্রফিটি। প্রদর্শন করা হবে কক্সবাজারের লাবণী পয়েন্ট সৈকতে (সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে)। সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। এ দিনই ট্রফি ফিরে আসবে ঢাকায়। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রান ৮টা পর্যন্ত এই ট্রফির প্রদর্শনী করা হবে বসুন্ধরা সিটি শপিং মলে।

শুক্রবার ট্রফি নিয়ে যাওয়া হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে নারী ও পুরুষ জাতীয় দলের ক্রিকেটার, এর বাইরেও বর্তমান ও সাবেক সব ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও কর্মকর্তাগণ ও সংবাদকর্মীদের জন্য উন্মুক্ত থাকবে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত। পরে সেদিনই ঢাকা ছাড়বে ট্রফি।

বাংলাদেশ থেকে ট্রফি যাওয়ার কথা দক্ষিণ আফ্রিকায়। পরে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ঘুরে ফিরবে টুর্নামেন্টের স্বাগতিক দেশ পাকিস্তানে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।