ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘আধুনিক যুগের সেরা অলরাউন্ডার ক্যালিস’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
‘আধুনিক যুগের সেরা অলরাউন্ডার ক্যালিস’

জোহানেসবার্গ: ‘আধুনিক যুগের সেরা অলরাউন্ডার’ হিসেবে জ্যাক ক্যালিসকে আখ্যায়িত করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক শন পোলক। শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং ও ব্রায়ান লারার মতো লিজেন্ডের সঙ্গেই শুধুমাত্র তাকে তুলনা করা যায় মনে করেন সাবেক এই বোলিং অলরাউন্ডার।

ডারবানে ভারতের বিপক্ষে ১৬৬তম টেস্টই হচ্ছে ক্যারিয়ারের শেষ। বিদায়বেলায় ডানহাতি এই অলরাউন্ডারকে প্রশংসায় ভাসালেন পোলক।

শনিবার এক সংবাদ সম্মেলনে পোলক বলেন,‘আধুনিক যুগে একজন ক্রিকেটার হিসেবে না পেলেও সেরা অলরাউন্ডার হিসেবেই খ্যাতি পাবে সে। আমি যাদের দেখিনি তাদের সঙ্গে তুলনা করতে পারি না। জানি না সোবার্স (স্যার গারফিল্ড) কীরকম ছিল। অভিজ্ঞতা থেকে বলি আমার প্রজন্মে নিশ্চিতভাবেই সেরা একজন অলরাউন্ডার ছিল ক্যালিস। ’

ডারবানে বিদায়ী টেস্ট খেলতে যাওয়া ক্যালিসকে লিজেন্ডদের কাতারে ফেলতে চান সাবেক এই প্রোটিয়া তারকা,‘যাদের সঙ্গে তার তুলনা করা যেতে পারে তারা হলো রিকি পন্টিং, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা এবং হতে পারে ‍রাহুল দ্রাবিড়। উদাহরণ হিসেবে লার‍া ছিল জ্বলন্ত। শচীন আমরা জানি ১৬ বছর বয়সে ক্রিকেটে এসে ভারতের জন্য যা করেছে তাতে করে অগণিত মানুষের নজর কেড়েছে। ’

পোলকের মতে ক্যালিস নীরব পারফর্মার ছিলেন,‘জ্যাকস যখন খেলতে নামত তখন ধারাবাহিকভাবে রান পেত, দীর্ঘদিন ধরে আমাদের ব্যাটিং লাইনআপের মেরুদন্ড ছিল সে। এমনকি বোলিংয়েও সবসময় দুটি বা তিনটি উইকেট পেত। কিন্তু খুব বেশি পারফরমেন্স ছিল না যাতে অনেক বেশি মানুষের নজর কাড়ত সে। কিন্তু সবসময় নিজের কাজ করে যেত। এভাবেই সে অন্যদের দৃষ্টির বাইরে চলে গিয়েছিল। আমরা তাকে দলে সঠিকভাবে মূল্যায়ন করি। হয়তো বা আমরা তার দিকে অনেক বেশি নজর দেইনি যেমনটা অস্ট্রেলিয়া ও ভারতে পন্টিং বা শচীন পেয়েছিল। ’

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ২৯ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।