ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মঙ্গলবার শুরু ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, মে ১৭, ২০১৫
মঙ্গলবার শুরু ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেট ছবি: সংগৃহীত

ঢাকা: দেশ ও দেশের বাইরের ক্রীড়ার খবরগুলো পাঠকদের সামনে তুলে ধরেন ক্রীড়া সাংবাদিকরা। তারা ক্রীড়ার খবর তুলে ধরলেও মাঠে নেমে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ কমই পান।

এবার তাদের নিয়ে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি (বিএসজেসি) আয়োজন করেছে ‘ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৫। ’

দেশের বিভিন্ন ইলেকট্রনিকস, প্রিন্ট ও অনলাইন মিডিয়া হাউজের অংশগ্রহণে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। চলবে ২৪ মে পর্যন্ত।

রোববার বাংলাদেশ অলিম্পিক ভবনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম ও এডমিন) এস এম জাহিদ হাসান, অপারেটিভ ডিরেক্টর (ক্রিয়েটিভ এন্ড পাবলিকেশন) উদয় হাকিম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর (পিআর এন্ড মিডিয়া) মো. ফিরোজ আলম ও সিনিয়র এজিএম মিল্টন আহমেদ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, মেম্বার সেক্রেটারি সাকি রবিন ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মনোয়ার হক।

এক বক্তব্যে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান বলেন, ‘আপনারা জানেন ওয়ালটন আর ক্রীড়া এ দুটোকে এখন আর আলাদা করা যায় না, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। কারণ আমরা ক্রিকেট থেকে শুরু করে ছোট ছোট খেলা যেগুলোকে একেবারেই অবহেলার চোখে দেখা হয়, যেগুলো প্রায় বিলুপ্তির পথে সেগুলোকে পৃষ্ঠপোষকতা করছি। আর এ টুর্নামেন্টটা আসলে যারা ক্রীড়া নিয়ে লেখালেখি করে তাদের জন্য। ফান গেম হলেও তাদের বিনোদনের জন্য এ ধরণের টুর্নামেন্ট দরকার। তাদের বিনোদনের বিষয়টি চিন্তা করেই আমরা এই টুর্নামেন্টের সঙ্গে আছি। আপনাদের সহযোগিতা পেলে ভবিষ্যতেও এ ধরণের টুর্নামেন্টের সঙ্গে থাকার চেষ্টা করব। ’

বিএসজেসি এর সভাপতি আসিফ ইকবাল বলেন, ‘ওয়ালটনের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের কাছে টুর্নামেন্টের বিষয়ে প্রস্তাব করতেই তারা রাজি হয়ে যায় এবং আমরা যেভাবে তাদেরকে অনুরোধ করেছি সেভাবেই তারা আমাদেরকে সাহায্য করছে। ওয়ালটন সব ধরণের খেলাধুলার সঙ্গেই সম্পৃক্ত। তারা এবার আমাদের সঙ্গেও সম্পৃক্ত হয়েছে। ভবিষ্যতে ওয়ালটন আমাদের সঙ্গে থাকুক কিংবা অন্যদের সঙ্গে থাকুক, ওয়ালটন ক্রীড়াঙ্গনে থাকুক সেই প্রত্যাশা করি। অংশগ্রহণকারী দলগুলোর কাছ থেকেও আমরা দারুণ সাড়া পেয়েছি। তারাও নানাভাবে আমাদের সাহায্য-সহযোগিতা করছে। আশা করছি সফলভাবে আমরা এই টুর্নামেন্টটি সম্পন্ন করতে পারব। ’

ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয় ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে ২৪টি মিডিয়া হাউস অংশগ্রহণ করতে যাচ্ছে। যার মধ্যে ৮টি ইলেকট্রনিকস মিডিয়া, ১১টি প্রিন্ট মিডিয়া ও ৫টি অনলাইন নিউজ মিডিয়া রয়েছে। সবগুলো ম্যাচ মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টার্ফে অনুষ্ঠিত হবে।

২৪টি দলকে আটটি গ্রুপে ভাগ করে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উঠবে। এরপর নকআউট পর্বের ভিত্তিতে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। সিক্স-এ-সাইড এই টুর্নামেন্টে প্রতিটি দলে ছয়জন করে খেলোয়াড় খেলার সুযোগ পাবেন। তবে ১০জন খেলোয়াড়কে নিবন্ধন করার সুযোগ থাকবে। চাইলে একটি দল পেশাদার কোনো খেলোয়াড়কেও অতিথি খেলোয়াড় হিসেবে দলে অন্তর্ভূক্ত করতে পারবে। প্রতিটি দল ৬ ওভার করে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ১৭ মে ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।