ঢাকা: পাকিস্তান ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ফাইনালে লাহোর লায়ন্সকে ৭৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতলো শিয়ালকোট স্ট্যালিয়ন। শিয়ালকোটের তরুণ ব্যাটসম্যান নোমান আনোয়ারের ৫৪ বলে ৯৭ রানই মূলত ম্যাচের পার্থক্য গড়ে দেয়।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চার ওভার না হতেই ৩৯ রানে নিজেদের প্রথম তিন উইকেট হারিযে ফেলে শিয়ালকোট। তবে চতুর্থ উইকেট জুটিতে হ্যারিস সোহেলের সঙ্গে ১১১ রানের পার্টনারশিপ গড়ে বড় সংগ্রহের ইঙ্গিত দেন আনোয়ার। ১০ চার ও ছয় ছক্কায় ৯৭ রান করে দলীয় ১৬তম ওভারের প্রথম বলে আউট হন আনোয়ার। সোহেলের ব্যাট থেকে আসে ৪৭ রান।
১৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম থেকেই চাপের মধ্যে থাকে তারকা নির্ভর লাহোর। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে আট উইকেট হারিয়ে ১২৩ রান তোলে। ব্যাটিংয়ে আহমেদ শেহজাদ, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদরা ছিলেন পুরোপুরি ব্যর্থ।
ফাইনালে ম্যাচ সেরা হন দুর্দান্ত ব্যাটিং করা আনোয়ার।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এমএমএস