ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যান্সার আক্রান্ত ক্রিকেটের অন্যতম সেরা সংগঠক মনি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, মে ২০, ২০১৫
ক্যান্সার আক্রান্ত ক্রিকেটের অন্যতম সেরা সংগঠক মনি

ঢাকা: ১৯৯৯ সালে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল। যেখানে খেলতে তারও দুই বছর আগে জিততে হয়েছিল ‘১৯৯৭ আইসিসি ট্রফি’।

লাল-সবুজের জার্সিধারীদের প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাবার পেছনে অন্যতম গুরুত্ব রেখেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক পরিচালক আমিনুল হক মনি।

বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে অন্যতম সেরা সংগঠক হিসেবে পরিচিত মুখ আমিনুল হক মনি ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে চিকিৎসাধীন রয়েছেন ইউনাইটেড হাসপাতালে। তার রোগমুক্তি কামনা করে আজ (বুধবার, ২০ মে) বাদ এশা ধানমন্ডির ঈদগাহ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছেন তার শুভাকাঙ্ক্ষিরা। সেখানে তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

আমিনুল হক মনি একসময় বিসিবির ১৮ জন কোচের দেখভালের দায়িত্ব পালন করেন ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান পদে থেকে। নির্বাচিত সাবেক এ বোর্ড পরিচালক ক্রিকেট বোর্ডের পাশাপাশি মোহামেডান ক্রিকেট ক্লাবের সঙ্গেও যুক্ত ছিলেন। নিজেও ক্রিকেট খেলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যায় প্রথম শ্রেনীতে পাশ করা মেধাবী আমিনুল। ক্রিকেট খেলেছেন গোপীবাগের ক্লাব বাংলাদেশ বয়েজের হয়ে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ২০ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।