ঢাকা: ক্যারিয়ারে প্রথমবারের মত ঘরের মাঠে খেলতে যাচ্ছেন পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমল। আর জিম্বাবুয়ে সিরিজের মধ্যেদিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান আবারো ফেরায় দারুণ উচ্ছাসিত এ মিডলঅর্ডার ব্যাটসম্যান।
পাকিস্তান দলের হয়ে ২০০৯ সালের আগস্টে অভিষেক হয় আকমলের। তবে একই বছরের মার্চে সন্ত্রাস হামলার কবলে পড়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। এর পর থেকে সে দেশে আর কোন আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়নি।
এক সাক্ষাতকারে আকমল বলেন, ‘এটা আমার কাছে দারুণ একটি ব্যাপার। প্রত্যেকটি ক্রিকেটারই চায় তার ঘরের মাঠে ক্রিকেট খেলতে। তবে কারণ বশত আমার মত অনেক ক্রিকেটার রয়েছে যারা এখনও ঘরের মাঠে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি। ’
তিনি আরো বলেন, ‘পাকিস্তানের জনগন তাকিয়ে আছে কখন দেশটির ক্রিকেটাররা মাঠে নামবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। আশাকরি লাহোরের ম্যাচে আমাকে নির্বাচিত করা হবে। ’
বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে বাংলাদেশ সফরে পাকিস্তান দলে নেয়া হয়নি আকমলকে। তবে সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ভালো করায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে নেয় হয়েছে এ ডানহাতিকে।
পাকিস্তানের বিপক্ষে দুটি টি-২০ ম্যাচ খেলার পর তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। প্রতিটি ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মে ২০, ২০১৫
এমএমএস