ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই বছরের জন্য টাইগারদের স্পন্সর ‘রবি’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মে ২১, ২০১৫
দুই বছরের জন্য টাইগারদের স্পন্সর ‘রবি’ সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের নতুন স্পন্সর হয়েছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। আগামী জুন মাস থেকে পুরো দুই বছরের জন্য রবি বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক হিসেবে থাকবে।

মিডিয়া প্ল্যানিং কোম্পানি ‘টপ অব মাইন্ড’ রবির কাছে  এই স্বত্ব হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার বিকেলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক এ ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তি অনুযায়ী আগামী দুই বছর বাংলাদেশ জাতীয় দল, নারী ক্রিকেট দল, অনূর্ধ্ব-১৯ দল ও বাংলাদেশ ‘এ’ দলের পৃষ্ঠপোষক হিসেবে থাকবে রবি।

এর আগে, বুধবার (২০ মে) বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, চূড়ান্ত দরপত্রে ৪১ কোটি ৪১ লাখ টাকায় দুই বছরের জন্য জাতীয় দলের পৃষ্ঠপোষক স্বত্ব পেয়েছে মিডিয়া প্ল্যানিং কোম্পানি টপ অব মাইন্ড। এরপর টপ অব মাইন্ড রবির কাছে এই স্বত্ব হস্তান্তর করে।

সংবাদ সম্মেলনে বিসিবির মার্কেটিং অ্যান্ড কর্মাশিয়াল কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, ‘বাংলাদেশের প্রতিষ্ঠান বাংলাদেশ দলের স্পন্সর হওয়াতে আমরা আনন্দিত। গতকাল যে ছয়টা কোম্পানী স্পন্সরশিপের জন্য বিডিং করেছে সবগুলোই দেশি কোম্পানী। ক্রিকেটারদের সঙ্গে দর্শক ও মিডিয়ার অবদানের কারণে স্পন্সরশিপের মূল্য আমরা অনেক বেশি পেয়েছি। আর  সামনে আমাদের দেশে বড় তিনটি দেশ আসছে (ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া)। এই সিরিজগুলোতে বাংলাদেশ ভালো করবে বলে আশা করছি। ’

রবির চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘টাইগারদের অব্যাহত অগ্রযাত্রায় সামিল হতে পেরে আমরা আনন্দিত। এর আগে ২০১২ সালেও আমরা স্পন্সর হতে আগ্রহ দেখিয়েছিলাম। সেবার আমরা দ্বিতীয় সর্বোচ্চ বিডার ছিলাম। এবার আমরা স্পন্সর হতে পারায় সেই হতাশা কেটে গেছে। আশা করছি ভারত সিরিজে বাংলাদেশ জ্বলে উঠবে এবং কঠিন পরিশ্রমের মধ্যে বিশ্বের যে কোনো শক্তির মোকাবেলা করবে টাইগাররা। ’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরি, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, রবির ভাইস প্রেসিডেন্ট খন্দকার আশরাফুল হক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহেদুল আলম, ভাইস প্রেসিডেন্ট  (ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশনস) খন্দকার আশরাফুল হক ও টপ অব মাইন্ড এর সিইও জিয়াউদ্দিন আদিল।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ২১ মে ২০১৫
এসকে/এমআর

** টাইগারদের নতুন স্পন্সর ‘রবি’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।