ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিএলে চোখ ক্রিকেটার-নির্বাচকদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মে ২২, ২০১৫
বিসিএলে চোখ ক্রিকেটার-নির্বাচকদের সংগৃহীত

ঢাকা: ভারত সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল দু’দিন (বুধ ও বৃহস্পতিবার) মিরপুরের একাডেমি মাঠে কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নের অধীনে ফিটনেস অনুশীলন করেছে ক্রিকেটাররা।



ফিটনেস অনুশীলনের পাশাপাশি হাল্কা ব্যাটিং-বোলিং করে অনুশীলনও সেরেছে প্রাথমিক দল। ভারত সিরিজকে সামনে রেখে মিরপুর স্টেডিয়াম ও একাডেমি মাঠ পুরোপুরি সরগরম হওয়ার আগে নিজেদের প্রমাণ করার সুযোগ পেতে যাচ্ছেন ক্রিকেটাররা। কারণ, জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে হতে যাচ্ছে বাংলাদেশ ‍ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডের খেলা।

কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই ভারতের বিপক্ষে আসন্ন হোম সিরিজে অংশ নেবে বাংলাদেশ দল। আগামি ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দুই প্রতিবেশী দেশের ক্রিকেট লড়াই।

একমাত্র টেস্ট ম্যাচটির আগে বিসিএলে চারদিনের ম্যাচ দু’টিকেই সবচেয়ে ভালো প্রস্তুতি মনে করা হচ্ছে। আর এটা মনে করেই জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বিসিবি’র কাছে অনুরোধ করেছিলেন-যাতে জাতীয় দলের ক্রিকেটাররা শেষ রাউন্ডে অংশ নিতে ‍পারেন। তার অনুরোধের কারণে তৃতীয় ও চতুর্থ রাউন্ডের মাঝে ১৪ দিনের লম্বা বিরতি রাখা হয়। কারণ, বিসিএলের তৃতীয় রাউন্ড শেষ হয় ১০ মে।  

ঘরের মাঠে পাকিস্তান সিরিজ শেষ হওয়ার পর ক্রিকেটাররা ছিলেন কয়েকদিনের বিশ্রামে। বিশ্রাম কাটিয়ে আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই বিসিএলে চারদিনের ম্যাচ খেলতে নামবে ক্রিকেটাররা। তাইতো জয়-পরাজয়ের সঙ্গে প্রাথমিক স্কোয়াড থেকে মূল স্কোয়াডে ঢোকার লড়াইটাও থাকছে ক্রিকেটারদের মাঝে। আর এ কারণে নিজেদের পারফরম্যান্স নিয়েই বাড়তি মনযোগী এখন ক্রিকেটাররা।

বিসিএলের শেষ দুটি ম্যাচের পারফরম্যান্স যে ভারত সিরিজের জন্য বাংলাদেশের মূল স্কোয়াড গঠনে ভূমিকা রাখবে-সেটা আগেই বাতলে দিলেন জাতীয় দলের প্রধাণ নির্বাচক ফারুক আহমেদ। শুক্রবার তিনি বাংলানিউজকে জানান, ‘বিসিএলের শেষ দুটি ম্যাচের পারফরম্যান্স অবশ্যই মূল্যয়ন করা হবে। যারা এখানে ভালো করবে তাদের আমরা বিবেচনায় রাখব। ’

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ ও শেষ রাউন্ডের খেলা আগামী রোববার (২৪ মে) শুরু হবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ালটন সেন্ট্রাল জোনের মুখোমুখি হবে বিসিবি নর্থ জোন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অপর ম্যাচে প্রাইম ব্যাংক সাউথ জোনের মুখোমুখি হবে ইসলামী ব্যাংক ইস্ট জোন।

শিরোপা নির্ধারণে চট্টগ্রামের ম্যাচটিই গুরুত্বপূর্ণ। দুই ম্যাচের মধ্যে এক জয় ও এক ড্র’তে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে প্রাইম ব্যাংক সাউথ জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। এ ম্যাচটিই এখন বিসিএলের তৃতীয় আসরের অঘোষিত ‘ফাইনাল’।

তবে প্রধান নির্বাচক ফারুক আহমেদ মিরপুরের ম্যাচেই চোখ রাখবেন বলে জানিয়েছেন। চট্টগ্রামের ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যয়নে মাঠে থাকবেন আরেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বিসিএলের ম্যাচ দুটির পর ফের শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, স্পিন কোচ রুয়ান কালপাগে, ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল ও পেস বোলিং কোচ হিথ স্ট্রিকদের অধীনে চলবে অনুশীলন কার্যক্রম। বর্তমানে তারা সবাই ছুটিতে নিজ নিজ দেশে অবস্থান করছেন। বিসিএলের ম্যাচ দুটি শেষ হওয়া মাত্র বাংলাদেশে ফিরবেন তারা।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ২২ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।