ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটে ফিরে পাকিস্তানের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, মে ২৩, ২০১৫
ক্রিকেটে ফিরে পাকিস্তানের জয় সংগৃহীত

ঢাকা: বহুল আলোচিত পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয় পেয়েছে ছয় বছর পর নিজেদের মাটিতে খেলতে নামা শহীদ আফ্রিদীরা। স্বাগতিকরা সফরকারী জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে।



আগে ব্যাটিং করা সফরকারীরা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। ওপেনিং জুটিতে হ্যামিলটন মাসাকাদজা এবং ভুসিমুজি সিবান্দা ৫৮ রান তুলে নেন। মাসাকাদজা ২৭ বল খেলে ৭টি চার আর একটি ছয়ে করেন ৪৩ রান। আরেক ওপেনার সিবান্দা করেন ১৩ রান।

তবে, দলের হয়ে সর্বোচ্চ রান আসে চার নম্বরে নামা জিম্বাবুয়ের দলপতি এলটন চিগুম্বুরার ব্যাট থেকে। জিম্বাবুয়ান অধিনায়ক ৩৫ বলে ৮টি চার আর একটি ছক্কা হাঁকিয়ে ওয়াহাব রিয়াজের বলে বোল্ড হওয়ার আগে করেন ৫৪ রান। এছাড়া কভেন্ট্রি ১৪, উইলিয়ামস ১৬ আর সিকান্দার রাজা করেন ১৭ রান।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট দখল করেন ৪ ওভারে ৩৬ রান দেওয়া মোহাম্মদ সামি। রিয়াজ নেন দুটি উইকেট। আর সোয়েব মালিক অসাধারণ বল করে ৩ ওভারে ১২ রান খরচায় নেন একটি উইকেট।

১৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯.৩ ওভার খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। দলকে জয় পাইয়ে দিতে ১৪২ রানের ওপেনিং জুটি গড়েন মুক্তার আহমেদ এবং আহমেদ শেহজাদ। ওপেনিং জুটিতে তারা দলকে এগিয়ে নেন। মুক্তার ৪৫ বলে ১২টি চারের পাশাপাশি ৩টি ছক্কায় করেন ৮৩ রান।

আরেক ওপেনার শেহজাদ করেন ৫৫ রান। এ ওপেনার ব্যাটসম্যান ৩৯ বলে ৬টি চারের সঙ্গে একটি ছক্কা হাঁকান। মোহাম্মদ হাফিজ করেন ১২ রান। সোয়েব মালিক বোলিং দারুণ করলেও ব্যাট হাতে করেন মাত্র ৭ রান (১৪ বলে)। আর উমর আকমল আউট হওয়ার আগে ৪ রান করেন।

এ ম্যাচে জয়ের ফলে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক পাকিস্তান। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠে মুক্তার আহমেদের হাতে।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, ২৩ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।