ঢাকা: আবারো শঙ্কার মধ্যে পাকিস্তান-ভারত সিরিজ। খুব শিগগিরি হচ্ছে না দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের হাইভোল্টেজ সিরিজটি এমনটি জানিয়েছেন বিসিসিআইয়ের নির্বাহী কমিটির সদস্য ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান রাজীব শুকলা।
সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান বাংলাদেশ থেকে ভারত সফরে গিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, আগামী ডিসেম্বরে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজিত হবে। জাগমোহন ডালমিয়াকে সিরিজের ব্যাপারে পদক্ষেপ নিতেও বলেন শাহরিয়ার।
আবুধাবীতে সিরিজটি আয়োজনের জন্য পিসিবি সভাপতি বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুরকে একটি অনুলিপি দেন।
দুই দেশের মধ্যে ২০২২ সাল পর্যন্ত ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা রয়েছে। তবে, রাজীব শুকলা এ প্রসঙ্গে জানিয়েছেন, ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে দু’দেশের মধ্যে কথাবার্তা হয়েছে। তবে, শিগগিরি কোনো সিরিজ আয়োজনের সম্ভাবনা আপাতত নেই।
এ সময় তিনি আরও বলেন, প্রতিবেশি দেশ দুটির জন্য দুই-তিনটি ইস্যু এমন যার সমাধান না হওয়া পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আপাতত সিরিজটি হওয়ার কোনও সম্ভাবনাই নেই।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ২৩ মে ২০১৫
এমআর