ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের ইনজুরি নিয়ে দুঃশ্চিন্তা নেই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মে ২৩, ২০১৫
মুশফিকের ইনজুরি নিয়ে দুঃশ্চিন্তা নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের আগে টাইগার দলে দুঃশ্চিন্তা টেস্ট দলপতি মুশফিকুর রহিমের ইনজুরি নিয়ে। সংবাদমাধ্যম গুলো মুশফিকের ইনজুরি নিয়ে যতটা চিন্তিত, ততটা চিন্তিত নন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

তিনি জানালেন, আসন্ন সিরিজের আগেই মাঠে ফিরবেন মুশফিক।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খুলনায় প্রথম দিন আঙুলে ব্যথা পান মুশফিক। এরপর উইকেটের পেছনে আর দাঁড়াতে পারেননি তিনি। সে ম্যাচে চোট পাওয়ায় মুশফিকের জায়গায় উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন ইমরুল কায়েস এবং মাহমুদুল্লাহ রিয়াদ। তবে, দ্বিতীয় টেস্টে (ঢাকা টেস্টে) আবারো উইকেটের পেছনে দাঁড়ান মুশফিক।

এখনও টাইগারদের টেস্ট অধিনায়কের চোট পুরোপুরি সেরে উঠেন নি বলে জানা যায়। জাতীয় দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছিলেন, মুশফিকের আঙুলের রিপোর্টে দেখা যাচ্ছে, তার চোটটি এখনও পুরোপুরি ভালো হয়নি। হয়তো সে কারণে এখনও ব্যাথাটা আছে। তাকে টানা এক সপ্তাহ পুরো বিশ্রামে থাকতে।

এদিকে, টাইগারদের প্রধান নির্বাচক ফারুক আহমেদের কাছে এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, মুশফিককে আরও সাতদিন বিশ্রাম নিতে বলা হয়েছে। আশা করি এ সময়ের মধ্যেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। আর ভারত সিরিজ এখনও প্রায় ১৭ দিনের মতো বাকি রয়েছে।

এ সময় প্রধান নির্বাচক আরও বলেন, আমাদের টেস্ট অধিনায়ক মানসিক দিক দিয়ে বেশ শক্ত। আমরা আশা করছি সিরিজ শুরুর আগেই সে মাঠে কামব্যাক করবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ২৩ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।