ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উইলিয়ামসনের শতকে ভালো অবস্থানে কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, মে ২৪, ২০১৫
উইলিয়ামসনের শতকে ভালো অবস্থানে কিউইরা ছবি: সংগৃহীত

ঢাকা: লর্ডস টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৬০ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংস শেষে ১৩৪ রানের লিড নেয় নিউজিল্যান্ড।



স্কোর: ইংল্যান্ড - ৩৮৯, ৭৪/২
নিউজিল্যান্ডি - ৫২৩

‍নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। দলীয় ১৪ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন ওপেনার অ্যাডাম লিথ (১২)। এগার রান যোগ হতেই গ্যারি ব্যালান্স আউট হলে চাপের মুখে পড়ে স্বাগতিকরা। পরে অধিনায়ক অ্যালিস্টার কুক ৩২ ও ইয়ান বেল ২৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

কিউইদের হয়ে উইকেট দু’টি লাভ করেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি।

এর আগে দ্বিতীয় দিনের করা দুই উইকেটে ৩০৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ডের দুই ওপেনার উইলিয়ামসন ও রস টেইলর। পনের রান যোগ করে ব্যক্তিগত ৬২ রানে সাজঘরে ফেরেন টেইলর। উইকেটে আসেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকক্যালাম। ৪২ রান করে ম্যাককালামের বিদায়ের পর কোরি অ্যান্ডারসন মাত্র ৯ রান করেই আউট হন। কিন্তু, অপর প্রান্তে দলীয় ইনিংসটাকে এগিয়ে নেন উইলিয়ামসন।

এদিন টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি আদায় করে নেন উইলিয়ামসন। এ ডানহাতি ব্যাটসম্যান ১৪৮ বল মোকাবেলায় ১২টি চারের সাহায্যে শতক পূরণ করেন। দলীয় ৪৭০ রানের মাথায় মঈন আলীর বলে ব্যালান্সের তালুবন্দি হয়ে তিনি সাজঘরে ফেরেন। এরপর বিজে ওয়াটলিংয়ের অপরাজিত ৬১ রানের সুবাদে সবকটি উইকেট হারিয়ে ৫২৩ রান করতে সমর্থ হয় কিউইরা।

ইংলিশদের হয়ে স্টুয়ার্ট ব্রড, মার্ক উড ও মঈন আলী তিনটি করে উইকেট লাভ করেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘন্টা, মে ২৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।