ঢাকা: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পায়ের গোড়ালির ইনজুরিতে ভোগেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার অ্যাডাম মিলনি। কিন্তু, এখনো পুরোপুরি সেরে উঠেন নি।
ইনজুরির কারণে মিলনি আইপিএলের এবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে পারেন নি।
নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন বলেন, ‘ইনজুরি থেকে সেরে উঠতে মিলনি কঠোর পরিশ্রম করেছে। কিন্তু, পুরোপুরি ফিটনেস ফিরে পায়নি। বোলিং করার সময় এখনো পায়ে ব্যথা অনুভব করে। সে এখনো তরুণ। সামনে লম্বা ক্যারিয়ার অপেক্ষা করছে। তাই শতভাগ ফিট না হওয়া পর্যন্ত তাকে বিশ্রামে রাখতে চাই। ’
ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান দুই ম্যাচ টেস্ট সিরিজের পরই ওয়ানডে সিরিজ শুরু হবে। কেনিংটন ওভালে ০৯ জুন দু’দলের মধ্যকার প্রথম একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। ওল্ড ট্রাফোর্ডে ২৩ জুন একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলে দেশে ফিরবে সফরকারীরা।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ২২ ওয়ানডেতে ১৯টি এবং সাতটি টি-টোয়েন্টি ম্যাচে ৪টি উইকেট লাভ করেন মিলনি। অকল্যান্ডে ২০১০ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে তার আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটে।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘন্টা, মে ২৪, ২০১৫
আরএম