ঢাকা: অস্ট্রেলিয়ার বিশ্বকাপ হিরো মিচেল স্টার্ককে টেস্ট ক্রিকেটে বোলিংয়ের দক্ষতা বাড়ানোর উপায় বাতলে দিয়েছেন সাবেক তারকা পেসার ব্রেট লি। তার মতে, ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে বিশ্বকাপের ফর্ম বজায় রাখতে হলে স্টার্ককে কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাকে অনুকরণ করার পাশাপাশি তার পরামর্শ নিতে হবে।
অস্টেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছেন স্টার্ক। চ্যাম্পিয়ন অজিদের জার্সি গায়ে ২৫ বছর এই পেস বোলার আট ম্যাচে ২২ উইকেট দখল করেন। এই পারফরম্যান্সই তার হাতে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার এনে দেয়। এক ম্যাচ বেশি খেলা নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট সমান সংখ্যক উইকেট লাভ করেন।
ব্রেট লি বলেন, ‘টেস্ট ক্রিকেটে পেস বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট (৫৬৩) ম্যাকগ্রার দখলে। স্টার্কের উচিৎ তাকে অনুকরণ করা। প্রয়োজনে সে তার পরামর্শও নিতে পারে। টেস্ট ম্যাচে লাইন লেংথ বজায় রেখে ধৈর্যের সঙ্গে বোলিং করার বিকল্প নেই। ’
সাবেক পেসার আরও বলেন, ‘ক্যারিয়ারে ম্যাকগ্রার কাছ থেকে অনেক কিছুই শিখেছি। এর মধ্যে একটি কথা কখনোই ভুলব না। টেস্ট ক্রিকেট মানেই ধৈর্য। এর ব্যতিক্রম হলে সফলতা পাওয়া সম্ভব নয়। বল করার সময় বাউন্সার দেওয়ার ক্ষেত্রেও তিনি জোর দিতেন। ২০০৭-০৮ সালে তার অবসরের পর আমি অস্টেলিয়ার পেস অ্যাটাকের নেতৃত্ব দিই। এখন স্টার্কও সে পথে হাঁটছে। ’
স্টার্ককে বল হাতে আরো ধৈর্যশীল হওয়ার তাগিদ দিয়েছেন লি। ‘টেস্ট ক্রিকেটে কিভাবে আক্রমণাত্মক বোলিং করা যায় সে বিষয়ে তাকে কঠোর পরিশ্রম করতে হবে। সব সময় সংকল্পবদ্ধ থাকতে হবে। টেস্ট ম্যাচে ব্যাটসম্যানরা অনেক সময় নিয়ে ব্যাটিং করে। তাই অ্যাটকিং কৌশলে বোলিং করার বিকল্প নেই। ’
উল্লেখ্য, কার্ডিফে ০৮ জুলাই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বর্তমানে দু’টি টেস্ট ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে ক্লার্ক-স্মিথরা।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মে ২৯, ২০১৫
আরএম