ফতুল্লা থেকে: ম্যাচ পূববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে শুনিয়েছিলেন ভারতের বিপক্ষে টেস্ট জয়ের লক্ষ্যের কথা। অথচ সেই লক্ষ্যের সঙ্গে মাঠের পারফরম্যান্সে ম্যাচের প্রথম দিন তাল মেলাতে পারলেন না টাইগার ক্রিকেটাররা।
বাংলাদেশের নির্বিষ বোলিংয়ে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে ভারত। ৫৬ ওভার ব্যাটিং করে ৪.২৬ গড়ে দিন শেষে তারা তুলেছে বিনা উইকেটে ২৩৯ রান। ১৫০ রান করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শিখর ধাওয়ান। আরেক ওপেনার মুরালি বিজয় আছেন অপরাজিত ৮৯ রানে।
ম্যাচের এমন অবস্থা দেখেও লক্ষ্য থেকে সরে যেতে রাজি নন হাথুরুসিংহে। ম্যাচের একদিনের স্কোরকার্ড দেখেই লক্ষ্য বদল করতে যাচ্ছেন না হাথুরু।
ফতুল্লা টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই টাইগার কোচ বললেন, ‘একদিনের খেলা দেখেই ম্যাচের রেজাল্ট নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। তাছাড়া বৃষ্টির কারনে পুরো দিন খেলা গড়ায়নি। দুই দলের একটি করে ইনিংস শেষ হওয়ার পর বোঝা যাবে ম্যাচ কোন দিকে যায়। ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আমরা এখনো জয়ের লক্ষ্য থেকে সরে যাচ্ছি না। ’
কালকের দিনের (ম্যাচের দ্বিতীয় দিন) লক্ষ্য নিয়ে কোচ বলেন, ‘আমরা চাইবো দ্রুত ওদের দুই-একটা উইকেট ফেলে দিয়ে চাপে রাখতে। বোলাররা যদি ভালো লাইন-লেন্থে বল করতে পারে তাহলে ম্যাচের দ্বিতীয় দিনে ওদের (ভারত) অলআউট করে ব্যাটিংয়ে নামাও সম্ভব। ’
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ১০ জুন ২০১৫
এসকে/এমআর