ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টি আশংকা কাটিয়ে মাঠে নেমেছে দু’দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুন ১২, ২০১৫
বৃষ্টি আশংকা কাটিয়ে মাঠে নেমেছে দু’দল ছবি: শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: ফতুল্লা টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতি থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। কাভার দিয়ে পিচ ঢেকে দেওয়া হয়।

অনেকক্ষণ খেলা বন্ধ থাকার পর আবারও মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারত। মুরালি বিজয় ও অজিঙ্কা রাহানের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগোচ্ছে ভারত।

এ রিপোর্ট লেখা অবধি ভারতের সংগ্রহ ৯৪ ওভারে তিন উইকেট হারিয়ে ৪০৪ রান। ৯৪ রানের পার্টনারশিপ গড়ে ব্যাট করছেন বিজয় (১৪৬*) ও রাহানে (৫৯*)।

শুক্রবার (১২ জুন) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরু হয় সকাল সাড়ে ৯টায়।

প্রথম দিনের বিনা উইকেটে ২৩৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে সফরকারী ভারত। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট শতক তুলে নেন বিজয়।

ভারতের ওপেনিং জুটি ভাঙেন সাকিব আল হাসান। ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ব্যক্তিগত ১৭৩ রানে কট এন্ড বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন শিখর ধাওয়ান। শিখর ধাওয়ান ও বিজয় ওপেনিং জুটিতে ২৮৩ রান করে শক্ত ভিত গড়ে দেন। ওয়ান ডাউনে নামা রোহিত শর্মা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের বলেই ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।

সাকিবের পর উইকেটের খাতায় নাম লেখান জুবারের হোসেন। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি (১৪) এই লেগ স্পিনারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন। তিন উইকেটের পতন ঘটলেও রানের খাতা সচল রাখেন বিজয় ও রাহানে।

এর আগে প্রবল বৃষ্টিপাতের কারণে দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। প্রথম দিনেও বৃষ্টি বাগড়া দেয়। ফলে, ৫৬ ওভার ব্যাট করার সুযোগ পায় টস জেতা ভারত। দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়।

এ ম্যাচে বাংলাদেশের হয়ে ৭৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাসের। দলে জায়গা হয়নি নাসির হোসেনের। ইনজুরি আক্রান্ত মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় সুযোগ পেলেও তাকে প্রথম একাদশে রাখা হয়নি। অন্যদিকে, দীর্ঘদিন পর ভারতের টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ স্পিনার হরভজন সিং।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জুন ১২, ২০১৫
আরএম

** মধ্যাহ্ন বিরতি, শুরু হয়েছে বৃষ্টি
** বড় সংগ্রহের পথে ভারত
** সাকিবের পর জুবায়েরের আঘাত, ফিরলো কোহলি
** আবারো সাকিবের আঘাত, সাজঘরে রোহিত
** ধাওয়ানকে ফেরালেন সাকিব
** শতক হাঁকালেন বিজয়
** তৃতীয় দিনের খেলা শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।