ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ইমরুলের অর্ধশতকে টাইগারদের শতক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
ইমরুলের অর্ধশতকে টাইগারদের শতক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ফতুল্লা থেকে: পাকিস্তানের বিপক্ষে অসাধারণ ব্যাটিং করা ইমরুল কায়েস ভারতের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতক হাঁকালেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক।

হরভজন সিংকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে টেস্ট ক্যারিয়ারের তিনটি শতকের মালিক তার অর্ধশতকের দেখা পান।

দলীয় ষষ্ঠ ওভারে তামিমকে হারালেও প্রতিরোধ গড়ে তোলেন মুমিনুল এবং ইমরুল। ভারতীয় বোলারদের সামলে নিয়ে ৭২ রানের জুটি গড়েছেন এ দুই স্বাগতিক ব্যাটসম্যান।

২৩.১ ওভারে বাংলাদেশ এক উইকেট হারিয়ে তুলেছে ১০০ রান। ইমরুল ৫৩ রান নিয়ে আর মুমিনুল ২৭ রান নিয়ে অপরাজিত রয়েছেন।

দলীয় ২৭ রানের মাথায় বাংলাদেশ তামিম ইকবালের উইকেটটি হারায়। তামিমের বিদায়ে ব্যাটিং ক্রিজে আসেন মুমিনুল হক। ওপেনার ইমরুল কায়েস আর মুমিনুল জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে চলেছেন।

১০টা ২৭ মিনিটে চতুর্থ দিনের প্রথম সেশনে বৃষ্টি নামলে ম্যাচের আম্পায়াররা খেলা বন্ধ রাখার ঘোষণা দেন। তবে, অল্প পরেই বৃষ্টি থেমে গেলে ফের শুরু হয় প্রথম সেশনের খেলা।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল গড়ে ফেলেন অনন্য এক রেকর্ড। ইনিংসের তৃতীয় ওভারে ইশান্ত শর্মার বলে দুই রান নিয়ে বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে নিজ দেশের হয়ে ওয়ানডে এবং টেস্টে সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি সেঞ্চুরি ও সর্বোচ্চ ইনিংসের মালিক হন তামিম।

দলীয় ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে তামিম বিদায় নেন। অশ্বিনের ঘূর্ণিতে পরাস্ত হয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে আউট হওয়ার আগে দেশসেরা এ ওপেনার করেন ১৯ রান।

এর আগে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের চতুর্থ দিন ব্যাটিংয়ে নামার আগে অফিসিয়ালি ইনিংস ঘোষণা করে সফরকারী ভারত। ইনিংস ঘোষণার ফলে টাইগারদের হয়ে প্রথম ইনিংসে ব্যাট হাতে নামেন ৪০ টেস্ট খেলা তামিম ইকবাল এবং ২২ টেস্ট খেলা ইমরুল কায়েস। ভারতের হয়ে বোলিং সূচনায় আসেন ইশান্ত শর্মা।

প্রথম ইনিংসে ১০৩.৩ ওভার খেলে অতিথিরা ছয় উইকেট হারিয়ে সংগ্রহ করে ৪৬২ রান।

মুরালি বিজয়, শিখর ধাওয়ান আর অজিঙ্কা রাহানের ব্যাটে ভর করে স্বাগতিকদের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করায় সফরকারী ভারত। দলের দুই ওপেনার ২৮৩ রানের জুটি গড়ে ভালো সূচনা এনে দেন। শিখর ধাওয়ান ১৭৩ ও মুরালি বিজয় ১৫০ রান করে বিদায় নেন।

এছাড়া পাঁচ নম্বরে নামা অজিঙ্কা রাহানে করেন ৯৮ রান। আর তৃতীয় দিন টাইগারদের হয়ে ৪টি উইকেট তুলে নেন বাংলাদেশের মাটিতে শততম টেস্ট উইকেট পাওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাকি দুটি উইকেট পান জুবায়ের।

প্রথম দিন বৃষ্টি বাধায় ৫৬ ওভার খেলে ভারত সংগ্রহ করেছিল বিনা উইকেটে ২৩৯ রান। দ্বিতীয় দিন বৈরি আবহাওয়া একটি বলও মাঠে গড়ায়নি। তৃতীয় দিনও বৃষ্টি বাধা দিলে মাত্র ৪৭.৩ ওভার খেলা মাঠে গড়ায়।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ১৩ জুন ২০১৫
এমআর

** টাইগারদের দারুণ প্রতিরোধ
** বৃষ্টির পর শুরু হয়েছে প্রথম সেশন
** রেকর্ড গড়ে ফিরলেন তামিম
** ব্যাটিংয়ে তামিম-ইমরুল
** চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবে টাইগাররা
** তৃতীয় দিনের শেষ সেশন পরিত্যক্ত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।