ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে সিরিজে ফেরার লক্ষ্য তাসকিনের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
ওয়ানডে সিরিজে ফেরার লক্ষ্য তাসকিনের তাসকিন আহমেদ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সাইড স্ট্রেইনের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলতে পারেননি পেসার তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দল থেকে ছিটকে পড়ার শঙ্কায় ছিলেন।

তবে আশার কথা, সময়ের সঙ্গে ইনজুরি কাটিয়ে উঠছেন এই টাইগার পেসার।

আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারবেন বলে আশাবাদী তাসকিন আহমেদ। রোববার (২৮ জুন) দুপুরে বিসিবি একাডেমিতে ইনজুরির ট্রিটমেন্ট নিতে এসেছিলেন তিনি। সেখানেই সংবাদ কর্মীদের সঙ্গে কথা বলেন এই পেসার।
 
তাসকিন বলেন, ‘দিন দিন সুস্থ হচ্ছি। এই সপ্তাহেই বোলিং অনুশীলন শুরু করব। প্রথমে হয়তো বলের গতি স্লো হবে, আস্তে আস্তে বাড়াবো। আমার একমাত্র লক্ষ্য দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে সুস্থ হয়ে দলে ফেরা। টি-টোয়েন্টি সিরিজের আগে ফেরার সুযোগ কম। আমি চাই, ওয়ানডে সিরিজটা কোনোভাবেই যেন মিস না হয়। আমি বাংলাদেশ টিমের বাইরে থাকতে চাই না। ’
 
বাংলাদেশের বিপক্ষে পূর্নাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে আগামী মঙ্গলবার (৩০ জুন) ঢাকায় ‍পা রাখবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সিরিজে টাইগারদের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে প্রোটিয়ারা।

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা লড়াই। ৫ ও ৭ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচ দু’টি। এর পর ওয়ানডে সিরিজ শুরু ১০ জুলাই থেকে।
 
ভারতকে ওয়ানডে সিরিজ হারিয়ে (২-১) বাংলাদেশ দল উজ্জীবিত থাকলেও দক্ষিণ আফ্রিকা সিরিজ সহজ হবে না বলে জানান তাসকিন। প্রতিপক্ষ হিসেবে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কোন দলকে এগিয়ে রাখবেন-এমন প্রশ্নের জবাবে তাসকিন বলেন, ‘দু’টি দলই ওয়ার্ল্ড ক্লাস। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ভারত এগিয়ে। দক্ষিণ আফ্রিকাও শক্তিশালী দল। উপমহাদেশেও কিন্তু দক্ষিণ আফ্রিকা এর আগে ভালো খেলেছে। আমাদের বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদেরও ভালো করতে হবে। সব কিছু ভালো হলেই ভালো কিছু হবে। ’
 
দক্ষিণ আফ্রিকার শত্তিমত্তা নিয়ে তাসকিন আরো যোগ করেন, ‘ওদের বোলিং-ব্যাটিং দু’টি সাইডই অনেক মজবুত। বোলিংয়ে ওয়াল্ড ক্লাস ফাস্ট বোলাররা আছে। স্পিনার আছে।   ব্যাটিংয়ে সব অসাধারণ ব্যাটসম্যান ওদের। ’
 
দক্ষিণ আফ্রিকা সিরিজে কেমন উইকেট চান এমন প্রশ্নে তাসকিন বলেন, ‘এটাতে আমাদের হাত নেই।   উইকেট যেমনই হোক আমাদের কাজ ভালো বোলিং করা। ’

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।