ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

দ. আফ্রিকা সিরিজের টাইটেল স্পন্সর ন্যাশনাল পলিমার

স্পোর্টস করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
দ. আফ্রিকা সিরিজের টাইটেল স্পন্সর ন্যাশনাল পলিমার ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল পলিমার। এছাড়া সিরিজের কো-স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন।

সিরিজের নামকরণ করা হয়েছে ‘ন্যাশনাল পলিমার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সিরিজ, পাওয়ারড বাই ওয়ালটন’।

সোমবার (২৯ জুন) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, এক্সিমো টেকনোলজিস লি: এর ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান বিন ফারুক, ন্যাশনাল পলিমারের ব্যবস্থাপনা পরিচালক মো: রিয়াদ মাহমুদ, নির্বাহী পরিচালক মোর্শেদুল ইসলাম ও ওয়ালটনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান।

সংবাদ সম্মেলনে ন্যাশনাল পলিমারের ব্যবস্থাপনা পরিচালক মো: রিয়াদ মাহমুদ বলেন, আমরা অনেক আগে থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হতে চেয়েছি। এবারে সুযোগ পাওয়ায় আমরা আনন্দিত। বাংলাদেশ দলটি গত কয়েকটি সিরিজে ভালো করেছে। আমরা আশাবাদী আসন্ন দ. আফ্রিকা সিরিজেও তারা ভালো পারফর্ম করবে। তাদের জন্য শুভকামনা রইল।

এ সময় তিনি আরও বলেন, ন্যাশনাল পলিমার শুধু এ সিরিজেই নয়, ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে কাজ করতে ইচ্ছুক। আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। আমরা আমাদের সে পরিকল্পনা গুলোর কথা বিসিবিকে জানিয়েছি।

আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ালটনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান বলেন, আপনারা জানেন যে, ওয়ালটন পরিবার সবসময়ই ক্রিকেটের পাশে থাকে। শুধু ক্রিকেট নয়, আমরা প্রায় সব ধরনের খেলার সঙ্গে যুক্ত রয়েছি। এবারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন দ. আফ্রিকা সিরিজে কো-স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন। টাইগাররা এ সিরিজেও জিতবে বলে আমরা আশা প্রকাশ করছি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ সম্মেলনে ন্যাশনাল পলিমারকে ধন্যবাদ জানিয়ে দলের লক্ষ্যের কথা বলেছেন। তিনি বলেন, ন্যাশনাল পলিমার প্রথমবারের মতো স্পন্সর হয়েছে। এজন্য আমরা আনন্দিত। দ. আফ্রিকা সিরিজটি আমাদের জন্য দারুণ চ্যালেঞ্জের। কারণ এ সিরিজের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে খেলার একটি কঠিন সমীকরণ রয়েছে। একটি ম্যাচ তাদের সঙ্গে জিততেই হবে। তবে, আমরা আশাবাদী কঠিন সব সমীকরণকে পেছনে ফেলে আমরা আসন্ন সিরিজে ভালো করব।

বাংলাদেশ সময়:১৪২৮ ঘণ্টা, ২৯ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।