ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইসিসি প্রেসিডেন্টের চিন্তায় ভারত-পাকিস্তান সিরিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
আইসিসি প্রেসিডেন্টের চিন্তায় ভারত-পাকিস্তান সিরিজ আইসিসির প্রেসিডেন্ট জহির আব্বাস/ছবি: সংগৃহীত

ঢাকা: আইসিসির নবনিযুক্ত প্রেসিডেন্ট জহির আব্বাস ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজকে পুনরীজ্জিত করার ইচ্ছা প্রকাশ করেছেন। ক্রিকেটের সার্বিক উন্নয়নে ‍অবদান রাখার ব্যাপারেও তিনি জোর দেন।



জহির আব্বাস বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আইসিসির প্রেসিডেন্ট হয়েছি বলে কিছু করতে পারব না এমনটি ভাবা ভুল হবে। আমি ক্রিকেটকে ভালোবাসি। পরবর্তী এক বছরে বিশ্ব ক্রিকেটের জন্য অবদান রাখতে চাই। এ মুহূর্তে আমার প্রধান লক্ষ্য হচ্ছে, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজকে পুনরীজ্জিত করা। ’

সাবেক পাকিস্তানি ক্রিকেটার আরও বলেন, ‘দু’দেশের মানুষই চায় ভারত-পাকিস্তান সিরিজ হোক। বিশ্ব ক্রিকেটে দু’দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে নিয়মিতভাবে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা উচিৎ। আমি জানি, এটি বাস্তবায়ন করাটা সহজ হবে না। কারণ, এর সঙ্গে রাজনীতি জড়িত। কিন্তু, ক্রিকেট সিরিজ আয়োজনের মাধ্যমে খেলোয়াড়রা যেমন উপকৃত হবে, ঠিক তেমনি দু’দেশের মানুষদের জন্যও তা মঙ্গল বয়ে আনবে। ’

এশিয়ার ব্র্যাডম্যান হিসেবে আব্বাসের বেশ সুখ্যাতি রয়েছে। এ কিংবদন্তি ব্যাটসম্যান উল্লেখ করেন, ‘আমি মনেপ্রাণে চাই, ভবিষ্যতে যেন ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ চলমান থাকে। এটি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টাই করব। এই ব্যাপারটি আমার হৃদয়ে স্থান করে নিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।