ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্রামে ধোনি-কোহলি-রায়না, নেতৃত্বে রাহানে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
বিশ্রামে ধোনি-কোহলি-রায়না, নেতৃত্বে রাহানে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ভারতের নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর সহ-অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রামে রেখে আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। আসন্ন সিরিজে দলের নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে।



ধোনি আর কোহলির সাথে বিশ্রাম পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, রোহিত শর্মা আর উমেশ যাদব। বাজে পারফর্মের কারণে ছিটকে পড়েছেন রবীন্দ্র জাদেজা।

বাংলাদেশ সফরে আসা স্টুয়ার্ট বিন্নি, ধাওয়াল কুলকার্নি, মোহিত শর্মা, আম্বাতি রাইডু, আকসার প্যাটেল, মোহিত শর্মা এবং ভুবনেশ্বর কুমার রয়েছেন জিম্বাবুয়ে সফরের দলে। দীর্ঘদিন পর দলে জায়গা পেয়েছেন রবিন উথাপ্পা।

এছাড়া টিম ইন্ডিয়ার স্কোয়াডে ঠাঁই মিলেছে কেদার যাদব, মুরালি বিজয়, মানিষ পান্ডে, হরভজন সিং, কার্ন শর্মা এবং সন্দীপ শর্মার।

তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারত। তবে, এ সিরিজে যাচ্ছেন না ভারতীয় ক্রিকেট দলের পরিচালক রবি শাস্ত্রী। তার পরিবর্তে টিম ইন্ডিয়াকে পরিচালনার দায়িত্বে থাকবেন তিন সহকারী কোচ ভারত অরুণ, সঞ্জয় বানগার ও রামাকৃষ্ণ শ্রীধর।

ভারতীয় দল: অজিঙ্কা রাহানে, মুরালি বিজয়, আম্বাতি রাইডু, মনোজ প্রভাকর, কেদার যাদব, রবিন উথাপ্পা, মানিষ পান্ডে, হরভজন সিং, আকসার প্যাটেল, কার্ন শর্মা, ধাওয়াল কুলকার্নি, স্টুয়ার্ট বিন্নি, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা এবং সন্দীপ শর্মা।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ২৯ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।