ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্টে ইয়াসিরের দ্রুত ৫০ উইকেটের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
টেস্টে ইয়াসিরের দ্রুত ৫০ উইকেটের রেকর্ড ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের হয়ে টেস্টে দ্রুত ৫০ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন ইয়াসির শাহ। দেশের হয়ে এমন মাইলফলক ছুঁতে এ লেগ স্পিনার খেলেন মাত্র নয়টি টেস্ট।

এর আগে কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস, সাব্বির আহমেদ ও মোহাম্মদ আসিফ প্রত্যেকে ১০ ম্যাচে এ রেকর্ড গড়েছিলেন।

গত বছরই সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকে ইয়াসিরের অভিষেক হয়েছিল। এরপর ২৯ বছরের এ তারকা এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে সবক’টি ম্যাচ খেলেছেন। অভিষেকে তিনি ১১৬ রানের বিনিময়ে সাত উইকেট নেন।

অভিষেকের পর থেকেই ইয়াসির পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে খেলতে শুরু করেন। শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার (২৯ জুন) টেস্ট শেষে তিনি নয় টেস্টে মোট ৫৪টি উইকেট দখল করেন। ইনিংসে পাঁচ উইকেট করে পেয়েছেন তিন বার।

এদিকে পাকিস্তানের হয়ে সবচেয়ে কম ম্যাচে ৫০টি উইকেট পেলেও বিশ্ব ক্রিকেট ইতিহাসে এ রেকর্ডটির মালিক অস্ট্রেলিয়ার সাবেক পেসার চার্লি টার্নার। তিনি ১৮৮৮ সালে মাত্র ছয় ম্যাচে ৫০টি উইকেট নিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।