ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ ফিনিশ করতে চান সাব্বির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
ম্যাচ ফিনিশ করতে চান সাব্বির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৪ সালের নভেম্বরে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকে সাত নম্বরে নেমে ২৫ বলে ৪৪ রানের অসাধারণ এক ইনিংস খেলেন সাব্বির রহমান। এরপর থেকেই ব্যাটিংয়ে সাত নম্বর জায়গাটা সাব্বিরেরই হয়ে গেছে! বিশ্বকাপ, পাকিস্তান, ভারত সিরিজেও রানের মধ্যে থাকতে দেখা গেছে তাকে।



আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেও বাংলাদেশ দল তাকিয়ে সাব্বিরের ব্যাটের দিকে। সাব্বিরেরও ভাবনা কিভাবে আরো ভালো করা যায় বাংলাদেশ দলের হয়ে। সাব্বির চান ম্যাচ ফিনিশ করে ব্যাট হাতে মাঠ ছাড়তে। সোমবার (২৯ জুন) বাংলাদেশ দলের অনুশীলন (জিম সেশন) শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন এই তরুণ ক্রিকেটার।

সাব্বির বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি ম্যাচ ফিনিশ করতে। বলা যায়, এটা টিমে আমার রোল। সবসময় চেষ্টা করি রোল প্লে করার জন্য। কখনো মিসটেক হয়েও যায়। চেষ্টা করবো মিসটেক কম করার জন্য। ’

দক্ষিণ আফ্রিকা সিরিজে দলের পরিকল্পনা নিয়ে এই টাইগার বলেন, তেমন কোনো প্ল্যান করি নি আমরা। আজ থেকে অনুশীলন শুরু হলো। দু-একদিনের মধ্যে পরিকল্পনা করবো। ওদের দুর্বল দিকগুলো বের করার চেষ্টা করবো। সেভাবেই বোলিং করবো। আমরা হয়তো স্পিনে বেশি জোর দেব।

প্রোটিয়াদের অ্যাটাকিং বোলারদের মোকাবেলা করা প্রসঙ্গে সাব্বির বলেন,  তাদের পেস বল মোকাবেলায় আমরা আপার লেভেলের কিছু শট খেলছি। যেমন: পুল শট, স্কয়ার কাট।

আইসিসি’র নতুন নিয়মে ওয়ানডে ক্রিকেট থেকে তুলে ফেলা হয়েছে ব্যাটিং পাওয়ার-প্লে। সেই সঙ্গে ৪০ ওভারের পর পাঁচজন ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে দাঁড়াতে পারবেন। আগে যেখাতে চারজন দাঁড়াতে পারতেন। নতুন এই নিয়ম করায় সুবিধা-অসুবিধা দুটোই দেখছেন সাব্বির।

নিজে অলরাউন্ডার হওয়ায় সাব্বিরের এ নিয়ে দুঃশ্চিন্তা নেই, ‘এই নিয়ম ব্যাটসম্যানদের জন্য ক্ষতিকর, বোলারদের জন্য ভালো। সব কিছুরই একটি নেগেটিভ পজিটিভ দিক আছে। ’

সব শেষে নাসির হোসেনের ফেসবুক পেজে ভক্তদের বাজে মন্তব্য করা প্রসঙ্গে সাব্বির বলেন,  ‘নাসির তার কাজিনের সঙ্গে ছবি তুলেছে। অনেক ফ্যান আছে যারা অনেক খারাপ মন্তব্য করেছে। আমার অনুরোধ, তারা যেন নেগেটিভ মন্তব্য না করে। আশা করি, ওরাও (ফ্যানরা) আমাদের সাহায্য করবে, আমরাও ওদের সাহায্য করবো। পজিটিভ কমেন্ট করাই ভালো। ব্যক্তিগত বিষয় নিয়ে কমেন্ট না করাই ভালো। ’

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ২৯ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।