ঢাকা: জাতীয় দলে ডাক না পেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচে বিসিবি একাদশে সুযোগ পেয়েছেন আব্দুর রাজ্জাক ও আল আমিন হোসেন।
বুধবার (০১ জুলাই) রাতে ১২ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি একাদশে আছেন টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে থাকা রনি তালুকদার ও সোহাগ গাজী।
৩ জুলাই শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন বিসিবি একাদশ।
প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে আছেন-
মোসাদ্দেক হোসেন সৈকত, সৈকত আলী, মাহমুদুল হাসান, কামরুল ইসলাম রাব্বির মতো তরুণ ক্রিকেটাররাও।
প্রস্তুতি ম্যাচের দল: ইমরুল কায়েস (অধিনায়ক), এনামুল হক, রনি তালুকদার, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান, সৈকত আলী, শুভাগত হোম চৌধুরী, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, আল-আমিন হোসেন, আবুল হাসান, কামরুল ইসলাম রাব্বি।
বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এসকে/এমএ