ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফতুল্লার ৩০ গজে একসঙ্গে চার ব্যাটসম্যান!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
ফতুল্লার ৩০ গজে একসঙ্গে চার ব্যাটসম্যান! ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে:  বিসিবি একাদশের ছুঁড়ে দেওয়া ১০০ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারের শুরুটা মন্দ ছিল না। ছন্দময় ব্যাটিং করছিলেন।

দুই ওপেনার কুইন্টন ডি কক ও ডি ভিলিয়ার্স জুটি ৮ ওভারে তুলে নেন ৬৮ রান।

জয় থেকে তখন  ৩২ রান দূরে প্রোটিয়ারা, হঠাৎই খেলা থামিয়ে দেন ফিল্ড আম্পায়ার আনিসুর রহমান।

আম্পায়ারের অনুমতিতে মাঠের ভেতরে তখন প্রবেশ করেন ডেভিড মিলার ও জেপি ডুমিনি। রিটায়ার্ড আউট মেনে বাইরে চলে যেতে হচ্ছিল কক-ভিলিয়ার্স জুটিকে। বের হতে হতে ৩০ গজের মাঝেই দাঁড়িয়ে আলাপ সারলেন দক্ষিণ আফ্রিকান টপঅর্ডারের এই চার ব্যাটসম্যান।

আর সঙ্গে সঙ্গে বাংলানিউজের সিনিয়র ফটো সাংবাদিক শোয়েব মিথুনের ক্যামেরায় ধরা পড়ে অসাধারণ মুহূর্তটি।

প্রস্তুতি ম্যাচ বলেই দুই ওপেনারের সঙ্গে বাড়তি দুই ব্যাটসম্যানকে খেলিয়ে মূল সিরিজের জন্য প্রস্তুত করে রাখে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজম্যান্ট। আর তাতে একটু খেসারতও দিতে হয়েছে সফরকারীদের। ম্যাচের ফলাফলে লেখা হয়েছে ৮ উইকেটে জিতেছে তারা। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ব্যাটসম্যান সেচ্ছায় অবসর নিলে সেটি ‘রিটায়ার্ড আউট’ বলে বিবেচিত হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ০৩ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।