ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

গেইল ঝড় চলছেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
গেইল ঝড় চলছেই ক্রিস গেইল / ছবি : সংগৃহীত

ঢাকা: ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে ক্রিস গেইলের বিধ্বংসী ব্যাটিংয়ে প্রতিপক্ষ দলগুলো রীতিমত নাকানিচুবানি খাচ্ছে। এবার তার ঝড়ো ব্যাটিংয়ে উড়ে গেল ত্রিনিদাদ এন্ড টোবাগো রেড স্টিল।

এ নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বশেষ ৯ ম্যাচের সাতটিতেই পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেললেন গেইল।

ঘরোয়া ক্রিকেটে গত কয়েক মাসে তালাওয়াশ ও সমারসেটের হয়ে গেইলের ইনিংসগুলো এরকম-৯২, ১৫১*, ৮৫*, ৯০*, ৭২* ও ৬৪*।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ত্রিনিদাদের অধিনায়ক ডোয়াইন ব্রাভো। এটিই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। গেইলের ঝড়ো শতকে ভর করে ১৮১ রানের টার্গেট ছুঁড়ে দেয় জ্যামাইকা তালাওয়াশ।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সান্তোকি-ভেট্টরি-টেইলরদের বোলিং তোপে ৯ উইকেট হারিয়ে ১৩০ করতে সমর্থ হয় ত্রিনিদাদ। পঞ্চাশ রানের বিশাল জয় পায় তালাওয়াশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন দক্ষিণ আফ্রিকান তারকা জ্যাক ক্যালিস।

জ্যামাইকার হয়ে কিসমার সান্তোকি তিনটি উইকেট দখল করেন। ডেনিয়েল ভেট্টরি ও জেরম টেইলর দুটি করে উইকেট নেন। আর আন্দ্রে রাসেল ও রাস্টি থেরন একটি করে উইকেট লাভ করেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলারদের ওপর স্টিম রোলার চালান গেইল। ৬ চার ৯ ছক্কার সাহায্যে এবারের আসরের প্রথম সেঞ্চুরি তুলে নেন এ বাঁহাতি ব্যাটিং দানব। তার ৫৭ বলে ১০৫ রানের ঝড়ো ইনিংসের সুবাদে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেটে ১৮০ রান তোলে জ্যামাইকা।

ত্রিনিদাদের হয়ে সুলেমান বেন দুটি উইকেট লাভ করেন। এছাড়াও জোহান বোথা, ব্রাভো, স্যামুয়েল বদ্রি ও কেভন কুপার একটি করে উইকেট নেন।

এ জয়ের ফলে ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জ্যামাইকা। সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে শীর্ষে বার্বাডোজ ট্রাইডেন্টস।

এখন পর্যন্ত জ্যামাইকার হয়ে সবগুলো (৬টি) ম্যাচ খেলে ৩৪৮ রান করেছেন গেইল। স্ট্রাইক রেট ১৬২.৬১। তিনটি অর্ধশতকের পাশাপাশি রয়েছে ‍একটি সেঞ্চুরি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন তিনি।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।