ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ডিভাইনের বিশ্বরেকর্ডে ভারতের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
ডিভাইনের বিশ্বরেকর্ডে ভারতের হার ছবি: সংগৃহীত

ঢাকা: সোফি ডিভাইনের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারত নারী দলের বিপক্ষে আট উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড নারী দল। ফলে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল কিউইরা।



এদিকে এ ম্যাচে ঝড়ো ব্যাটিং করা ডিভাইন বিশ্বরেকর্ড গড়েছেন। মাত্র ২২ বলে ৭০ রান করা এ ডানহাতি নারী ক্রিকেটের দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক হয়েছেন। মাত্র ১৮ বলে পঞ্চাশের কোঠা পার করেন ডিভাইন। এছাড়া দ্বিতীয় উইকেট জুটিতে তিনি অ্যামি সাটেরহোয়াইটের সঙ্গে ৮৯ রানের জুটি গড়েন।

প্রথমে ব্যাট করা ভারত ১৯.৫ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায়। জয়ের লক্ষ্যে পরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড দারুণ ব্যাটিংয়ে ৪৫ বল বাকি থাকতে জয় তুলে নেয়। ডিভাইন আটটি বিশাল ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে তার রেকর্ড গড়া ইনিংসি সাজান।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।