ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের ঐচ্ছিক অনুশীলন

স্পোর্টস করেসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
প্রোটিয়াদের ঐচ্ছিক অনুশীলন ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দ্বিতীয় ওয়ানডের আগে শনিবার (১১ জুলাই) দুপুরে ঐচ্ছিক অনুশীলনে অংশ নেয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকান টিম ম্যানেজম্যান্ট সূচিতে শনিবার অনুশীলন না রাখলেও নিজ তাগিদে অনুশীলনে নেমে পড়েন আমলা, মরকেল, মিলার, প্লেসিস, ফ্যাঙ্গিসোরা।



শের-ই-বাংলা স্টেডিয়ামে কিছু সময় অনুশীলনের পর তীব্র গরমের মাঝে ইনডোরে গিয়ে ব্যাটিং-বোলিংয়ে ঘাম ঝরায় প্রোটিয়া শিবির। জেপি ডুমিনি ও কাগিসো রাবাদাসহ কয়েকজন ক্রিকেটার এ দিন অংশ নেননি অনুশীলনে।

মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত হবে। অনুশীলন শেষে প্রোটিয়া অলরাউন্ডার ডেভিড মিলার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ নিশ্চিত করতে চায় তার দল।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে সফরকারী দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ১১ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।