ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

টার্গেট ৫০ ওভার খেলা: নাসির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
টার্গেট ৫০ ওভার খেলা: নাসির ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারের পর প্রথম ওয়ানডেতেও আট উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আর তাতেই সাবধানী হয়ে উঠেছে বাংলাদেশ দল।

লড়াইবিহীন হারের পর এবার লড়াই করার নতুন পরিকল্পনা এটেছে টিম ম্যানেজম্যান্ট।

ব্যাটসম্যানদের ব্যর্থতাতেই যেহেতু বাংলাদেশের এমন পরাজয়, তাই ব্যাটসম্যানদের নিয়েই পরিকল্পনা হয়েছে বেশি। টিম ম্যানেজম্যান্ট জানিয়ে দিয়েছেন, ওয়ানডে ম্যাচকে ৫০ ওভারের ম্যাচ মনে করেই খেলতে হবে।

বাংলাদেশ দলের মিটিং শেষে সংবাদ সম্মেলনে দ্বিতীয় ওয়ানডের পরিকল্পনা নিয়ে এমন আভাসই দেন অলরাউন্ডার নাসির হোসেন, ‘আমাদের টার্গেট ৫০ ওভার ব্যাটিং করা। ৫০ ওভারের ম্যাচ মনে করেই শেষ পর্যন্ত আমাদের খেলতে হবে। এবারের সিরিজে উইকেট ভিন্ন। এখানে আপনি চাইলেই মারতে পারবেন না, সময় নিয়ে খেলতে হবে। ’

নাসির যোগ করেন, ‘প্রথম ম্যাচে আমাদের সবকিছুই ঠিক ছিল। ব্যাটসম্যানরা ক্লিক করতে পারেনি। আমাদের একটা খারাপ দিন গেছে। তবে তাতে আমাদের আত্মবিশ্বাস কমেনি। দ্বিতীয় ম্যাচে আশা করি পরিকল্পনা অনুযায়ী সব হবে। ’

প্রথম ওয়ানডেতে কাগিসো রাবাদার কাছেই বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। অভিষেক ম্যাচে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে ধস নামান ২০ বছর বয়সী এই পেসার।   রাবাদা প্রসঙ্গে নাসির বলেন, ‘ওর বলে কয়েকটা সফট ডিসমিসাল হয়েছে।   সৌম্য, লিটনের ডিসমিসাল আহামরি বলে মনে হয়নি। দ্বিতীয় ম্যাচে রাবাদাকে খেলতে মনে হয় না কোনো সমস্যা হবে। ’

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার (১২ জুলাই) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি দুপুর তিনটায় অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে ১-০তে এগিয়ে প্রোটিয়ারা। সমতায় ফেরার লক্ষ্যেই মাঠে নামবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ১১ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।