ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

হাফিজের অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
হাফিজের অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: বোলিং থেকে বারবার নিষেধাজ্ঞা পাওয়া অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের অলরাউন্ড নৈপুণ্যে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে সফরকারী পাকিস্তান। প্রথম ওয়ানডেতে বোলিংয়ে আলো ছড়ানোর পর হাফিজ অসাধারণ শতকও হাঁকিয়েছেন।



টস হেরে আগে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে। জবাবে ২৮ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আজহার আলির দল।

লঙ্কার ইনিংসে সর্বোচ্চ রান আসে উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমালের ব্যাট থেকে। ৬৮ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন চান্দিমাল। এছাড়া ওপেনার দিলশান আর দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুজ প্রত্যেকে করেন ৩৮ রান। আরেক ওপেনার কুশল পেরেরা ২৬, থিরিমান্নে ২৩, থারাঙ্গা ২০ আর অভিষিক্ত শ্রীবর্ধনে ২২ রান করেন।

দশ ওভার বল করে হাফিজ ৪১ রান খরচায় এক মেডেনসহ চারটি উইকেট তুলে নেন। এছাড়া রাহাত আলি দুটি উইকেট পান।

২৫৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪৫.২ ওভার খেলেই জয় তুলে নেয় পাকিস্তান। হাফিজের ব্যাট থেকে আসে ১০৩ রান। তার ৯৫ বলের ইনিংসে ছিল ১০টি চার আর ৪টি ছয়। এছাড়া সোয়েব মালিক ৪৫ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। মালিকের ইনিংসে ছিল ৪টি চার আর দুটি ছক্কা।

ওপেনার আজহার আলি ২১ আর আহমেদ শেহজাদ ২৯ রান করেন। বাবর আজম ২৫ রানে দিলশানের বলে এলবি’র ফাঁদে পড়ে বিদায় নেন। আর মোহাম্মদ রিজওয়ান ২০ রান করে অপরাজিত থাকেন।

ম্যাচ সেরার পুরস্কার উঠে হাফিজের হাতে। পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ জুলাই।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১১ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।