ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

শারজায় অভিষেকের অপেক্ষায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
শারজায় অভিষেকের অপেক্ষায় ইংল্যান্ড ছবি : সংগৃহীত

ঢাকা: প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। আগামী অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে আমিরাত সফরে যাবে ইংলিশরা।



অস্ট্রেলিয়ার বিপক্ষে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হওয়ার দু’সপ্তাহ পরই মধ্যপ্রাচ্যে উড়াল দেবে ইংল্যান্ড ক্রিকেট দল। এ সিরিজে তিনটি টেস্ট, চারটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।

এর আগে ২০১২ সালে আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পায় ইংল্যান্ড। সেবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য, আগামী ১৩ অক্টোবর ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে। শারজায় ১-৫ নভেম্বর তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ১১, ১৩, ১৭ ও ২০ নভেম্বর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষে ২৬ নভেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। ২৭ ও ৩০ নভেম্বর বাকি দুটি ম্যাচ খেলে দেশে ফিরবে দু’দল।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।