ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের জুমার নামাজ আদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
টাইগারদের জুমার নামাজ আদায় ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত হয়। দুপুর ১টার আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটার উপস্থিত হন।

পরে স্টেডিয়াম সংলগ্ন মসজিদে জুমার নামাজ আদায় করেন বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।

শুক্রবার (২৪ জুলাই) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিবি আয়েশা (রা:) জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তারা।

খেলোয়াড়দের মধ্যে ছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, জুবায়ের, মো.শহীদ ও তাইজুল ইসলাম।   এছাড়া টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও জুমার নামাজ আদায় করেন।

বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকলে শেষদিনের খেলা যথাসময়ে হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের চেয়ে এখনো ১৭ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। দুই প্রোটিয়া ওপেনার স্টিয়ান ভ্যান জিল ৩৩ ও ডিন এলগার ২৮ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
বিপি/টিসি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।